আজ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৪ ইং

মই দিয়ে উঠতে হয় ৩০ লাখ টাকার ব্রীজে

কিশোরগঞ্জ প্রতিনিধিঃ কিশোরগঞ্জের কুলিয়ারচরে বিগত ২০১৬-২০১৭ অর্থ বছরে ৩০ লক্ষ ৯০ হাজার টাকা ব্যয়ে একটি ব্রিজ নির্মাণ করা হলেও রাস্তায় মাটি ভরাট না করার কারণে ব্রিজটি কোন কাজেই আসছে না এলাকাবাসীর।

ব্রিজ দেখতে গিয়ে দেখা যায় ব্রিজ আছে দুই পাশে রাস্তা নাই। ব্রিজের উপরে উঠতে হলে ব্যবহার করতে হয় মই।

জানা যায়, বিগত ২০১৭ সালের শেষদিকে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন উপজেলার ছয়সূতী ইউনিয়নের বড়ছয়সূতী গ্রামের টেকের বাড়ী- মোক্তলের হাটির হানিফ মাওলানার বাড়ীর পিছনের রাস্তায় ৪০ ফুট লম্বা এই ব্রিজ নির্মাণ করা হয়। ব্রিজের কাজটি মেসার্স মা এন্টারপ্রাইজ বেলাব নরসিংদী বাস্তবায়ন করেন। কিন্তু ব্রিজটি নির্মানের পর থেকে প্রায় ২ বছর আতিবাহিত হলেও দুই পাশে প্রয়োজনীয় মাটি ভরাট না করায় নবনির্মিত এ ব্রিজটি এলাকাবাসী ব্যবহার করতে পারছে না। ফলে ব্রিজের প্রায় ৩১ লক্ষ টাকা সরকারের অপচয় হয়েছে বলে মনে করছেন এলাকাবাসী।

রাস্তাটিতে মাটি ভরাট প্রসঙ্গে জানতে চাইলে উপজেলার ছয়সূতী ইউনিয়নের ৪ নং ওয়াডের মেম্বার মোঃ বাচ্চুু মিয়া এ প্রতিনিধিকে জানান, ব্রিজের কাজ শেষ হয়েছে প্রায় দুই বছর। এই সময়ের মধ্যে আমি একাধিকবার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও আমার ইউনিয়নের চেয়ারম্যান এর নিকট রাস্তাটি সংস্কারের জন্য অনুরোধ করেছি। আমি তাদের বুঝিয়ে বলার চেষ্টা করেছি ২ থেকে ৩ লাখ টাকার মাটির কাজ করলে রাস্তাটি দিয়ে আমার এলাকার মানুষ ও যানবাহন চলাচল করতে পারবে। কিন্তু পিআইও সাহেব ও আমার ইউনিয়নের চেয়ারম্যান রাস্তাটি সংস্কারের কোন ব্যবস্থা করেনি। ফলে একদিকে যেমন এলাকার মানুষ কষ্ট করছে অন্যদিকে এলাকাবাসী আমাকে নানান কথা বলছে। আমি দ্রুত রাস্তাটি সংস্কারের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করছি। রাস্তা না হইলে এত টাকা দিয়ে ব্রিজ করে কি লাভ হইল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...