আজ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ ইং

অতিরিক্ত-ফি বাতিল সহ ৫ দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট

গাইবান্ধা প্রতিনিধি: নবম শ্রেণীর শিক্ষার্থীদের রেজিষ্ট্রেশনে বোর্ড নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত-ফি বাতিল ও ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ বাতিলসহ ৫ দফা দাবিতে ৭ জুলাই মঙ্গলবার সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে শহরের আসাদুজ্জামান মার্কেটের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

সংগঠনের জেলা সভাপতি পরমানন্দ দাসের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা সাধারণ স¤পাদক রাহেলা সিদ্দিকা, সাংগঠনিক স¤পাদক বন্ধন কুমার বর্মন, মাছুদা আক্তার, কলি রানী বর্মন, উম্মে নিলুফা তিন্নি প্রমূখ।

 

বক্তারা জেলা ও উপজেলায় করোনা রোগীদের সহজ পদ্ধতিতে করোনা সংক্রমণ পরীক্ষা ও পর্যাপ্ত চিকিংসা ব্যবস্থা সরকারি আয়োজনে বিনামূল্যে নিশ্চিত, সেন্ট্রাল অক্সিজেন সার্ভিস-আইসিইউ ভেন্টিলেশনের আয়োজনসহ পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা সরকারি আয়োজনে বিনামূল্যে নিশ্চিত করে করোনাকালীন সময়ে ছাত্রদের এক বছরের বেতন-ফি মওকুফে রাষ্ট্রীয় প্রজ্ঞাপন জারি ও পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ ব্যতীত অনলাইন শিক্ষা কার্যক্রম বাতিলের দাবি জানান। সেইসাথে রাষ্ট্রায়ত্ত্ব পাটকল বন্ধের সিদ্ধান্ত বাতিল ও শ্রমিক ছাঁটাই বন্ধেরও দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...