আজ ২৫শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ১০ই ডিসেম্বর, ২০২৩ ইং

বিপি এল শেষ সাইফউদ্দিনের

 দীর্ঘ ৯ বছরের চোট নিয়ে জাতীয় দলে খেলছিলেন অলরাউন্ডার সাইফউদ্দীন। এ ইনজুরি ধরা পড়ার পরেই দুশ্চিন্তায় ভেঙ্গে পড়েন তিনি। উন্নত চিকিৎসার জন্য ইংল্যান্ডে পাঠানোর কথা থাকলেও প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার জন্য বাংলাদেশে চিকিৎসারত অবস্থায় আছেন উদীয়মান এ পেসার। কিন্তু ভাগ্য সহায় হলো না তার। চোটের কারণে ভারত সফর থেকে চিটকে যাওয়ার পর বাংলাদেশ প্রিমিয়ার লিগও (বিপিএল) খেলতে পারবেন না সাইফউদ্দীন। বিডিক্রিকটাইম

চলতি মাসের শেষ দিকে টি-টোয়েন্টি সিরিজ খেলতে ভারত সফরে যাবে বাংলাদেশ। টুর্নামেন্টের স্কোয়াডে যায়গা পেয়েছিলেন সাইফউদ্দীন। কিন্তু ইঞ্জুরির অবস্থা জানতে যেসব পরীক্ষা করিয়েছিলেন, তার প্রতিবেদন স্বস্তির খবর এনে দেয়নি। আগামী তিন মাস বিশ্রামে থাকতে হবে এ তরুণ ক্রিকেটারকে। তাই ভারত সফরে তার খেলা হবে না।

অভাগা চোটের কারণে সাইফউদ্দিন ভারত সফরের মত বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) খেলতে পারবেন না। প্রস্তাবিত সূচি অনুযায়ী, জাতীয় দলের ভারত সফর শেষে আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহে বিপিএলের সপ্তম আসর শুরু হবে, যা শেষ হবে জানুয়ারিতে। এর মধ্যে সাইফের সেরে ওঠার কোনো সুযোগ নেই।

কদিন আগে গণমাধ্যমের সাথে আলাপকালে অ্যাপোলো হসপিটালে রেডিও স্ক্যান পরীক্ষা-নিরীক্ষার কথা জানিয়েছিলেন সাইফউদ্দিন। সেগুলোর প্রতিবেদন হাতে এসেছে সোমবার (২১ অক্টোবর)। সেই প্রতিবেদনে পেয়েছেন দুঃসংবাদ। ধর্মঘট ডেকে খেলোয়াড়দের সংবাদ সম্মেলন শুরুর একটু আগেই মাঠ থেকে ছিটকে পড়ার এই দুঃসংবাদ পান সাইফউদ্দিন। কোচের সাথে বসে শীঘ্রই সাইফউদ্দিনের বদলি খুঁজবেন নির্বাচকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...