আজ ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৪ ইং

কোয়াব থেকে পদত্যাগ করলেন সাবেক অধিনায়ক দুর্জয়

গতকাল সোমবার হুট করেই ১১ দাবি নিয়ে ধর্মঘট করে ক্রিকেটাররা। এই দাবি না মানা পর্যন্ত সব ধরনের ক্রিকেট বর্জন করছেন তারা। এই দাবি মেনে ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) সভাপতি থেকে পদত্যাগ করেছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয়। দীর্ঘ ১১ বছর পর এই দায়িত্ব থেকে পদত্যাগ নিচ্ছেন তিনি।

গতকাল সোমবার  দেশের শীর্ষস্থানীয় বর্তমান ক্রিকেটাররা কোয়াবের কার্যক্রম ও অবস্থান নিয়ে অসন্তোষ প্রকাশ করেন এবং কোয়াবের দায়িত্বে থাকা কমিটির পদত্যাগ দাবি করেন। এতে চাপের মুখে পড়ে যান দুর্জয়। অবশেষে তিনি নিয়েছেন পদত্যাগের সিদ্ধান্ত। এছাড়া কোয়াবের কমিটির বাকি সব সদস্যও পদত্যাগের কথা ভাবছেন বলে গুঞ্জন ক্রিকেট অঙ্গনে।

কোয়াবের যে কমিটি এখনো নামকাওয়াস্তে সংগঠনটি পরিচালনা করছে, কমিটির সদস্যদেরই ভাষ্য অনুযায়ী তার মেয়াদ শেষ হয়েছে ৬-৭ মাস আগে। ১১ বছর আগে ২০০৮ সালে কার্যনির্বাহী পর্ষদ যেমন হয়েছিলো, এখনো তেমনই আছে। মাঝখানে নির্বাচন হয়েছে বলেও দাবি।

যদিও বর্তমান ক্রিকেটারদের দাবিদাওয়া বা অধিকার পূরণে কোয়াবকে সক্রিয় দেখা যায়নি সাম্প্রতিক বছরগুলোতে। ক্রিকেটাররা কোয়াবের প্রতি অসন্তোষ প্রকাশ করে কমিটির পদত্যাগ দাবি করেন এবং নতুন নেতৃত্বকে নিজেদের ভোটের মাধ্যমে বাছাই করার দাবি জানান।

প্রথমে পদত্যাগ করতে অনাগ্রহী থাকলেও অবশেষে ক্রিকেটারদের দাবির মুখে কোয়াব সভাপতির পদ থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন দুর্জয়। খুব শীঘ্রই কোয়াবের সভাপতির পদ থেকে অব্যাহতি নেবেন তিনি।

এর আগে কোয়াব বিলুপ্তির দাবি তোলায় নাঈম বলেন, ‘আমাদের প্রথম দাবি, কোয়াব (ক্রিকেটার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) বিলুপ্ত করতে হবে। বর্তমানে এর কোনো কার্যক্রম চোখে পড়ে না। কোয়াব ক্রিকেটারদের প্রতিনিধি হলেও তাদের কখনোই আমরা পাশে পাই না। কোয়াবের প্রেসিডেন্ট এবং সেক্রেটারিকে পদত্যাগ করতে হবে। কোয়াবের প্রেসিডেন্ট এবং সেক্রেটারি কে হবেন তা ক্রিকেটাররা নির্বাচন করবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...