গণ উত্তরণ ডেস্ক : ধর্মঘটে থাকা ক্রিকেটাররা মিরপুর যাচ্ছেন না। সংবাদ সম্মেলনে আসছেন তারা। রাজধানীর গুলশানের একটি হোটেলে বুধবার সন্ধ্যা ৬টায় সংবাদ সম্মেলন করবেন জাতীয় পর্যায়ের ক্রিকেটারদের মুখপাত্র সাকিব আল হাসান।
আজ বুধবার (২৩ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর গুলশানের একটি হোটেলে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান।
সকালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে জানানো হয়, জাতীয় দলের ক্রিকেটার তামিম ইকবালের সঙ্গে কথা হয়েছে।
বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজামুদ্দিন চৌধুরী সুজন বলেন, তামিম নিজে কোনও সিদ্ধান্ত দিতে পারবেন না।
তিনি জানিয়েছেন অন্যদের সঙ্গে আলাপ করে জানানো হবে। এর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
গণভবন থেকে বের হয়ে বিসিবি প্রধান বলেন, ক্রিকেটারদের সব দাবি মেনে নেয়া হবে।
বিকেলে বোর্ড পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানান, বিসিবি কার্যালয়ে ক্রিকেটারদের জন্য অপেক্ষা করছেন বোর্ড কর্তারা।
যদিও সেখানে না গিয়ে গুলশানে সংবাদ সম্মেলনের ডাক দিলেন সাকিব-তামিমসহ দেশের শীর্ষ ক্রিকেটাররা।