আজ ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৪ ইং

শেষ মুর্হুতে  আওলাই ইউনিয়নে ভোট স্থগিত

পাঁচবিবি প্রতিনিধি : সোমবার (০৭ ফেব্রুয়ারি) সপ্তম ধাপে অনুষ্ঠিতব্য জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। রোববার নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন পরিচালনা-২ এর উপ-সচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত পত্রে এ কথা জানানো হয়।

সেখানে বলা হয়েছে, রিট পিটিশন ১২৪১/২০২২ এর ১ ফেব্রুয়ারি তারিখে হাইকোর্টের আদেশের পরিপ্রেক্ষিতে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

পাঁচবিবি উপজেলার নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বলেন, নির্বাচন স্থগিতের পত্র আমাদের কাছে এসেছে। আওলাই ইউপি নির্বাচন স্থগিত করা হয়েছে। তবে আরেক ইউনিয়ন কুসুম্বাতে নির্বাচন অনুষ্ঠিত হবে।

পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরমান হোসেন বলেন, রোববার বিকেলে প্রতিটি কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা নির্বাচনী উপকরণ বুঝে নিয়ে গেছেন। এরই মধ্যে আওলাই ইউনিয়নে নির্বাচন স্থগিতের কথা জানতে পেরেছি। ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা কেন্দ্রেই রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...