আজ ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০শে এপ্রিল, ২০২৪ ইং

১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

বিশেষ প্রতিবেদক: স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের-১৫ আগস্ট শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শুক্রবার বিকেলে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ফজলুপুর ইউনিয়নের দক্ষিণ খাটিয়ামারী আকন্দপাড়া জামে মসজিদ ও হাজী আঃ কাদের বাড়ী জামে মসজিদের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বঙ্গবন্ধুর জীবনী’র উপর স্মৃতিচারন, দোয়া মাহফিল এবং খাদ্য বিতরন করেন বিচারপতি মো: খুরশিদ আলম সরকার।

বিশেষ অতিথি ছিলেন, মোহাম্মদ আলাউদ্দীন সহকারী কমিশনার (ভূমি) ফুলছড়ি, ফুলছড়ি থানা ভারপ্রাপ্ত  অফিসার ইনচার্জ মোঃ রজব আলী, এসময় বক্তব্য রাখেন ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ফারজানা রাব্বী বুবলী।


ফুলছড়ি উপজেলা পুরুষ ভাইস চেয়ারম্যান,মোঃ হুকুম আলী,ফুলছড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আব্দুল গফুর মন্ডল,ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কুদ্দস ,ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদ হাসান সুজা, যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম,আওয়ামী লীগ নেতা সোলাইমান হোসেন ফুলমিয়া মাস্টার,আওয়ামী লীগ নেতা মোঃ আব্দুল জলীল সরকার,আওয়ামী লীগ নেতা মোঃ ফারুক মিয়া,উড়িয়া ইউনিয়নের যুবলীগের আহ্বায়ক মজনুর রশিদ,মোঃ জাহাঙ্গীর আলম,বাংলাদেশ আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক উদাখালী ইউনিয়ন শাখা,ফজলুপুর ইউনিয়নে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক,মোঃ আমিনুর রহমান প্রমুখ,

এছাড়াও উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের ফুলছড়ি,সাঘাটা উপজেলার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন

শোকসভায় ৭৫ এর ১৫ আগষ্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার সহধর্মীনী সহ ও তাঁর পরিবারের সকল শহীদদের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত এবং খাদ্য বিতরন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...