
গাইবান্ধার অনলাইন টিভি (জিটিভি) এর চেয়ারম্যান, কলকাতা টিভির গাইবান্ধা জেলা প্রতিনিধি ও দৈনিক দেশেরপত্রের জেলা প্রতিনিধি আরিফুল ইসলামের জন্মদিন গাইবান্ধা প্রেসক্লাবে রোববার দুপুরে পালন করা হয়। এসময় তাকে জন্মদিনের ফুলেল শুভেচ্ছা জানানো হয় ও উপহার প্রদান করা হয়।
শুভেচ্ছা জানান গাইবান্ধা প্রেস ক্লাব সাধারণ সম্পাদক আবু জাফর সাবু, যুগ্ম সম্পাদক ইদ্রিসউজ্জামান মোনা, সমাজ কল্যাণ সম্পাদক কুদ্দুস আলম, সদস্য রজতকান্তি বর্মন, খায়রুল ইসলাম, শেখ হুমায়ুন হক্কানী, আবু কায়সার শিপলু, শামসুজ্জোহা, গাইবান্ধা ডট নিউজের কায়সার রহমান রোমেল, সুরবানী সংসদের সাধারণ সম্পাদক কামরুজ্জামান চান, প্রেস ক্লাবের কম্পিউটার অপারেটর
জেলা মটর শ্রমিকের সহ-সভাপতি আশরাফুল আলম বাদশা, পুরাতন বাজার কমিটির যুগ্ম সম্পাদক ফরিদুল ইসলাম ফরিদ, বিশিষ্ট ব্যবসায়ি জুলহাস হোসেন, মটর শ্রমিক নেতা রেজাউল হক, সাংবাদিক আকতার হোসেন খান ওপেল, সোহরাব হোসেন শিরল, গাইবান্ধা টিভির উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব প্রমুখ।