বুধবার, ২৬ মার্চ ২০২৫, ১২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

প্রথম নারী ধারাভাষ্যকার বিপিএলে

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: ০১:০৯:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০১৯
  • ২৬৪ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেক্সঃ হোম অব ক্রিকেট মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গত বুধবার দুপুরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও সিলেট থান্ডারের ম্যাচ দিয়ে মাঠে গড়াল বঙ্গবন্ধু বিপিএলের প্রথম ম্যাচ। আইপিএলের পর বিপিএলে টেলিভিশন দর্শকরা প্রথমবার শুনতে পাচ্ছেন নারী কণ্ঠ।

৪২ বছর বয়সী এই নারী ধারাভাষ্যকারের নাম আনজুম চোপড়া। তিনি ভারতীয় নারী ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার। খেলা থেকে অবসর নিয়ে ধারাভাষ্যকে পেশা হিসেবে বেছে নিয়েছেন।

দিল্লির এক খেলাপ্রেমী পরিবারে জন্ম আনজুম চোপড়ার। বাবা কৃঞ্চান চোপড়া ছিলেন গলফার। নানা ভেড প্রকাশ সাহানি ছিলেন অ্যাথলেট।

তবে ভারতের জনপ্রিয় খেলাগুলোর অন্যতম ক্রিকেটকে বেছে নিলেন আনজুম। আনজুমের ছোট ভাইও বোনের অনুসরণ করলেন। ছোট ভাই নিরভান চোপড়া দিল্লির অনূর্ধ্ব-১৯ দলে খেলেছেন।

তবে ধারাভাষ্যের বেলায় নানার উত্তরসূরি হয়েছেন আনজুম। এককালে আনজুমের নানা ভারতের ক্রিকেটে ধারাভাষ্য দিতেন।

ক্রিকেট ছাড়াও আনজুম চোপড়া একজন লেখিকা, অভিনেত্রী, মোটিভেশনাল স্পিকার ও পরামর্শক।

জনপ্রিয়

গণহত্যা চালিয়েও শেখ হাসিনার কোন অনুসুচনা নেই:-  রিজভী

প্রথম নারী ধারাভাষ্যকার বিপিএলে

প্রকাশের সময়: ০১:০৯:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০১৯

স্পোর্টস ডেক্সঃ হোম অব ক্রিকেট মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গত বুধবার দুপুরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও সিলেট থান্ডারের ম্যাচ দিয়ে মাঠে গড়াল বঙ্গবন্ধু বিপিএলের প্রথম ম্যাচ। আইপিএলের পর বিপিএলে টেলিভিশন দর্শকরা প্রথমবার শুনতে পাচ্ছেন নারী কণ্ঠ।

৪২ বছর বয়সী এই নারী ধারাভাষ্যকারের নাম আনজুম চোপড়া। তিনি ভারতীয় নারী ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার। খেলা থেকে অবসর নিয়ে ধারাভাষ্যকে পেশা হিসেবে বেছে নিয়েছেন।

দিল্লির এক খেলাপ্রেমী পরিবারে জন্ম আনজুম চোপড়ার। বাবা কৃঞ্চান চোপড়া ছিলেন গলফার। নানা ভেড প্রকাশ সাহানি ছিলেন অ্যাথলেট।

তবে ভারতের জনপ্রিয় খেলাগুলোর অন্যতম ক্রিকেটকে বেছে নিলেন আনজুম। আনজুমের ছোট ভাইও বোনের অনুসরণ করলেন। ছোট ভাই নিরভান চোপড়া দিল্লির অনূর্ধ্ব-১৯ দলে খেলেছেন।

তবে ধারাভাষ্যের বেলায় নানার উত্তরসূরি হয়েছেন আনজুম। এককালে আনজুমের নানা ভারতের ক্রিকেটে ধারাভাষ্য দিতেন।

ক্রিকেট ছাড়াও আনজুম চোপড়া একজন লেখিকা, অভিনেত্রী, মোটিভেশনাল স্পিকার ও পরামর্শক।