গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার হাতিয়াড়া ইউনিয়নের হাতিয়াড়া গ্রামে আব্দুল হামিদ মোল্লার ছেলে মো: ছাওবান মোল্লার বিরুদ্ধে ভুমি দখল ও ড্রেজার দিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে।
সরেজমিনে গিয়ে জানা যায়, হাতিয়াড়া গ্রামের ছাওবান মোল্লা নামে বেনামে নিজের পেশি শক্তির দাপটে গ্রাম্য অসহায় দরিদ্র কৃষকদের বিঘা বিঘা জমি জবর দখল করে মুরগির ফার্ম ও মাছের চাষ করছে। অন্যদিকে কৃষি জমিতে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করায় পাশে থাকা দরিদ্র কৃষকদের ফসলী জমি ভেঙ্গে ব্যাপক ক্ষতি সাধিত হচ্ছে। হিন্দু ধর্মীয় পরিবেশিষ্টত শান্তির এলাকায় দাঙ্গা হাঙ্গামা ও মামলা মোকদ্দমায় অসহায় দরিদ্র পরিবার গুলি সর্বশান্ত হতে বসেছে।
এলাকার মো: আব্দুর হামিদ মোল্লার ছেলে ছাওবান মোল্লাকে ভুমি দস্যু হিসাবে উল্লেখ করে মো: ইব্রাহিম মোল্লা ১৪/০১/২০ তারিখে গোপালগঞ্জ জেলা প্রশাসক বরাবরে একটি লিখিত অভিযোগ দাখিল করে।
তিনি তার অভিযোগে বলেন, আমার ৪ একর ইরি বেøাকের জমিতে জোর পুর্বক দখল করে মাছের ঘের হিসাবে মাছ চাষ করছে। অদ্য অবধি কোন প্রতিকার না পেয়ে আমি অসহায় অবস্থায় কষ্টের মাঝে দিন পার করছি।
অপরদিকে হাতিয়াড়ার লিয়াকত মোল্লা, শওকত মোল্লা, শেরআলী মোল্লা, হেমায়েত মোল্লা ও আফজাল মোল্লা বাদি হয়ে ড্রেজার দিয়ে ফসলী জমিতে বালু উত্তোলনে দরিদ্র কৃষক কুল পথে বসার মর্মে হাতিয়াড়ার একই ব্যক্তি ছাওবান মোল্লা ও ড্রেজার ব্যবসায়ী জামাল মোল্লার নামে গোপালগঞ্জ জেলা প্রশাসক ও কাশিয়ানী উপজেলার সহকারি কমিশনার (ভুমি) বরাবর লিখিত অভিযোগ দিয়েছে।
অভিযোগ কারীরা বলেন, ছাওবান ও জামাল মিলে আমাদের ১৩৩ নং হাতিয়াড়া মৌজার ৪৮১৯, ৪৮১৭, ৪৮১৫ নং দাগে ড্রেজার বসিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলন করে কৃষি জমি তথা আমাদের বেচে থাকার অবলম্বন থেকে বঞ্চিত করছে।
এ বিষয়ে ছাওবান মোল্লার ব্যবহৃত মোবাইল-০১৭৪৩-৯২৩৫০৬ নম্বরে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। আমি কারোর জমি দখল করিনি এবং কারো জমিতে অবৈধ ভাবে ড্রেজার মেশিন বসাইনি। এ ব্যাপারে কাশিয়ানী সহকারি কমিশনার (ভুমি) মিন্টু বিশ্বাসের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, অভিযোগের সত্যতা যাচাই করে দ্রুত যথাযথ আইনী ব্যবস্থা নেওয়া হবে।
এ ব্যাপারে গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, অভিযোগটি দেখে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।