আজ ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে মে, ২০২৪ ইং

গাইবান্ধায় সন্ধানীর বিমা দাবির চেক প্রদান

সন্ধানী লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের বিমা গ্রাহকের ১০ বছর মেয়াদ পূর্ণ হওয়ায় ছয় জন গ্রাহকের বিমা দাবির চেক প্রদান করা হয়েছে। গতকাল রোববার সকালে গাইবান্ধা পৌরসভার কার্যালয়ে মেয়রের কক্ষে এই চেক প্রদান করা হয়। বিমা দাবির মোট প্রায় ১০ লাখ টাকার চেক গ্রাহকদের হাতে তুলে দেন পৌর মেয়র অ্যাডভোকেট শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন। এ সময় উপস্থিত ছিলেন এ্যাসোসিয়েশনের সভাপতি নজরুল ইসলাম, সাধারন সম্পাদক মিলন কুমার সরকার, হিসাব রক্ষণ কর্মকর্তা বিপুল কুমার সাহা, প্রাসাশনিক কর্মকর্তা অমিতাভ চক্রবত রিন্টু ও বিমা গ্রাহকরা ।

পৌর মেয়র বলেন,‘ বিমা খাতের উন্নয়নে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সুখের বিষয় হচ্ছে ব্যাংক ঝুঁকি নেয় না কিন্তু বিমা ঝুঁকি নিয়ে থাকে। তাই আমাদের সবার উচিৎ বিমা করা। তবে এ খাতের উন্নয়নে কোম্পানিগুলোকে সনাতন পদ্ধতি ভেঙে ডিজিটালাইজ এবং একইসাথে সহজীকরণ করতে হবে এবং বিমা গ্রাহকদের আকৃর্ত্ত করার উদ্যোগ গ্রহন করা দরকার বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...