
নিজস্ব প্রতিবেদক: গাইবান্ধার গোবিন্দগঞ্জ-নাকাইহাট সড়কে অটো বাইকের চাপায় তানিম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে গোবিন্দগঞ্জ-নাকাইহাট সড়কের চাদপুর সিংড়া এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, তানিম বাড়িতে অন্যন্যা শিশুদের সঙ্গে খেলা করছিল। এক পর্যায়ে বাড়ির পাশে রাস্তায় চলে আসলে গোবিন্দগঞ্জ থেকে নাকাইহাটগামী একটি ইজি বাইক তানিমকে চাপা দেয়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তানিমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়।
তানিম উপজেলার চাদপুর সিংড়া গ্রামের হাফেজ আলীর ছেলে।
এ ব্যাপারে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জাগরণকে ঘটনা’র সত্যতা নিশ্চিত করেছেন।