আজ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ ইং

সাভারে “আমরাও পারি”সংগঠনের গনসচেতনতা ও ত্রাণ বিতরণ

 সাভার প্রতিনিধি : বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সম্প্রতি মহামারী ঘোষণা করা হয়েছে নভেল করোনা ভাইরাসকে। চীনের উহান প্রদেশ থেকে সৃষ্ট করোনা ভাইরাস দাপিয়ে বেড়াচ্ছে গোটা বিশ্ব। সর্বশেষ তথ্য অনুযায়ী বাংলাদেশে এ পর্যন্ত মরণঘাতী এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৬ জনে এবং মৃত্যু হয়েছে ৬ জনের। লাগামহীনভাবে পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা । বৈশ্বিক এই মহামারীতে সাধারণ খেটে খাওয়া হত দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে সামাজিক সংগঠন “আমরাও পারি”। সাভারের জিঞ্জিরা এলাকায় ব্লিচিং পাউডার মিশ্রিত পানি ছিটানো সহ করোনার বিস্তার ও এই মরন ব্যাধির মাধ্যমে সংক্রমিত হওয়া থেকে নিজেকে বাঁচাতে জীবনধারনে কি ধরনের পরিবর্তন আনতে হবে এ বিষয়ে সাধারণ জনগণকে সতর্ক করতে গণসচেতনতা, হ্যান্ড গ্লাভস ও খাদ্য সামগ্রী বিতরণ করেছে “আমরাও পারি” নামের এই সামাজিক সংগঠন। আমরাও পারি সংগঠনের সভাপতি শহিদুল ইসলাম ও সাধারন সম্পাদক কায়সার আহমেদের নেতৃত্বে সংগঠনটির সদস্যবৃন্দের সার্বিক সহযোগিতায় স্থানীয়দের সাথে নিয়ে পরিচালনা করা হচ্ছে মহৎ এই কর্মযজ্ঞ। গণসচেতনতা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে সংগঠনের সভাপতি শহিদুল ইসলাম জানান – বাংলাদেশের সর্বপ্রথম নভেল করোনাভাইরাস- কোভিড -১৯ এ আক্রান্ত হওয়ার খবর পাওয়া মাত্রই তার সংগঠন “আমরাও পারি”এর সকল সদস্যদের অংশগ্রহণে জরুরি সভা শেষে জাতীয় এই দুর্যোগে পাশে থাকার সিদ্ধান্ত নেই। এসময় তিনি যতদিন না করোনা পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে ঠিক ততদিনই সাধারণ মানুষকে সচেতনতা ও সাধ্যমত খাদ্য সামগ্রী দিয়ে তার সংগঠন পাশে থাকবে বলে ঘোষণা দেয়। সংগঠনটি সাধারণ সম্পাদক কায়সার আহমেদ যোগ করেন – “আমরাও পারি” সংগঠনটি একটি সম্পূর্ণ অলাভজনক সামাজিক সংগঠন। আমরা এ সংগঠনের মাধ্যমে সমাজের বিভিন্ন অসঙ্গতিগুলো খুঁজে বের করে ব্যক্তিগত উদ্যোগে সমাধানের পথ খুঁজি এবং বিভিন্ন জাতীয় দুর্যোগ গুলোতে পাশে থাকা ও বিশেষ করে সমাজের হতদরিদ্র খেটে খাওয়া মেহনতী মানুষের কল্যাণে কাজ করি। ভবিষ্যতেও এ ধারাবাহিকতা অব্যহত রাখার প্রত্যয়ও ব্যক্ত করেন নিঃস্বার্থ এই সমাজ সেবক। এসময় সংগঠনটির সাংগঠনিক সম্পাদক এইচ এম হুমায়ুন কবির ছাড়াও উপস্থিত ছিলেন আমরাও পারি সংগঠনের সহ-সভাপতি দেলোয়ার হোসেন,সহ-সভাপতি মোঃ শাকিল,যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ মতিউর রহমান,দপ্তর সম্পাদক সুমন আহমেদ,প্রচার ও প্রকাশনা সম্পাদক রায়হান রনি,অর্থ সম্পাদক মোঃ সোহেল,পরিবেশ বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম শুভ ও আপ্যায়ন বিষয়ক সম্পাদক নাগিদুর রহমান টিপু সহ অন্যান্য সদস্য বৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...