আজ ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৪ ইং

ডলফিনের পুরো দলটি হত্যা করা হয়েছে

 কক্সবাজার প্রতিনিধি: পর্যটক শূন্য কক্সবাজার সমুদ্র সৈকতে খেলা করা ডলফিনের পুরো দলটি হত্যা করা হয়েছে। জেলের জালে আটকাপড়ায় ১০-১২টা ডলফিনের দলটি হত্যা করা হয়েছে বলে ধারনা করা হচ্ছে। আজও কক্সবাজারের ইনারী সমুদ্র সৈকতে ভেসে এসেছে আরো একটি মৃত ডলফিন। এই ডলফিনের শরীরে আঘাতের চিহ্ন ও জাল আটকানো আছে। জেলেরা ডলফিনের দলটি হত্যা করেছে বলে স্থানিয়রা জানিয়েছে। করোনার কারনে পর্যটক শূন্য কক্সবাজার সমুদ্র সৈকতে খেলা করা ডলফিনের পুরো দলটিকে হত্যা করা হয়েছে। সাগরে মাছধরার সময় জেলেদের ফাঁদে আটকা পড়ায় ডলফিনগুলো হত্যা করা হয়। মৃত ডলফিন গুলো কক্সবাজারের সৈকতে ভেসে আসছে। প্রত্যেক ডলফিনের শরীরে আঘাতের চিহ্ন ও জালের আঘাত রয়েছে। এমনকি জালে আটকানো মৃত ডলফিনও ভেসে আসছে। গতকাল টেকনাফ উপকূলে দুটি মৃত ডলফিন ভেসে আসার পরে আজ রবিবারও কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে আরো একটি মৃত ডলফিন ভেসে এসেছে। এছাড়াও সাগরে আরো ৫-৭ টি মৃত ডলফিন ভাসতে দেখেছেন বলে জেলেরা জানিয়েছেন।  জেলেদের জালে আটকা পড়া ডলফিন হত্যা করার খবরে সবাই উদ্বেগ প্রকাশ করে। অনেকে ডলফিন হত্যায় জড়িত জেলেদের আইনের আওতায় আনার দাবি করেন। অথচ দুই কয়েকদিন আগেও কক্সবাজার সমুদ্র সৈকতে বিরল ডলফিন দলবেধে খেলা করতে দেখা গেছে। কিন্তু জেলেদের উৎপাতে কদিন ধরে এই ডলফিন দেখা যাচ্ছিলোনা। স্থানিয়রা জানিয়েছেন, ডলফিন খাওয়ার সংগ্রহের জন্য মাছের পালের পেছনে থাকে। জেলেরাও বিষয়টা জানে। মাছধরার জন্য জেলেরা সাগরের ডলফিনের দলটা চারপাশে জাল দিয়ে ঘিরেফেলে। এসময় জেলেদের জালে আটকা পড়ে ডলফিন গুলোকে জাল থেকে বের করতে হত্যা করা হয়। কিছু ডলফিন জালে আটকানো রেখে জাল সহ কেটে দিয়ে মেরেফেলা হয় কক্সবাজার সমুদ্র সৈকতে বিভিন্ন পয়েন্টে ২৩ মার্চ (সোমবার) সকাল থেকে এক দল ডলফিন খেলা করতে করতে দেখা যাচ্ছিলো। ১০ থেকে ১২ টি ডলফিনের এই দলটি সকাল থেকে সাগরে নীল জলে লাফিয়ে লাফিয়ে খেলা করছিলো। সমুদ্র সৈকতের একদম কাছেই ডলফিন গুলো খেলা করতে দেখা গেছে। সমুদ্র পাড় থেকে ডলফিনের খেলা করার দৃশ্য পরিষ্কার দেখা যাচ্ছিলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...