আজ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ ইং

করোন ভাইরাসের প্রভাব পাঁচবিবিতে সজনা ডাটার বাজারে ধস

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি : জয়পুরহাটের পাঁচবিবিতে করোনা ভাইরাসের প্রভাবের কারনে সাজনা ডাটার বাজারে ধস নেমেছে। মৌসুমি মুখোরোচক সবজি হিসেবে সব শ্রেণী ক্রেতাদের প্রিয় খাবার সজনা ডাটা। প্রতি বছর এই সবজির দাম থাকে ক্রেতাদের অনুকূলে আবার কখনো নি¤œ আয়ের ক্রেতাদের ক্রয় ক্ষমতার বাহিরে।
সজনার কোন সুনির্দিষ্ট চাষ নেই বা বাগান নেই, গ্রামের বাড়ী ভিটার আশপাশ গাছ সজনা রোপন করে তাতেই নিজের সংসারের চাহিদা পূরন করে অতিরিক্ত অংশ বাজারে উচ্চ মূল্যে বিক্রয় করে সাংসারিক ব্যয় ভারও মিটাত তারা সাজনা ডাটা নিয়ে পড়েছে বিপাকে।

 

 

দেশে করোনা ভাইরাস সংক্রমনের ফলে ঢাকায় সবজি গাড়ী প্রবেশ করতে না পারায় গ্রামাঞ্চলের হাট গুলোতে সজনা ডাটার বাজার মূল্যে ধস নেমেছে। ঢাকা সহ বিভাগীয় শহরে সজনার দাম প্রতি কেজি ৮০/১০০ টাকা বিক্রি হলেও গ্রামাঞ্চলে এবার সেই সজনা বিক্রয় হচ্ছে প্রতিকেজি ২০/২৫ টাকা দরে।
স্থানীয় পাইকাররা বলছেন, প্রতি মৌসুমে এ উপজেলা থেকে মৌসুমে প্রায় ৪/৫ শ টন সজনার ডাটা রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে পাঠানো হতো। কিন্তু এবার করোনার কারনে সাজনা কিনে ক্ষতির আশংকায় কেনা হচ্ছে না। সজসা চাষীরা বলছেন গত বছর এই সময় প্রতিকেজি সজনার পাইকারী মূল্য ছিল ৪০/৪৫ টাকা। সেই সজনা করোনা ভাইরাসের কারনে পাইকার না আসায় ব্যাপক পরিমান সজনা ডাটা হাটবাজারে উঠলেও তা বিক্র হচ্ছে না। খুচরা ক্রেতা প্রয়োজন মত ক্রয় করলেও বাহিরের পাইকার না থাকায় গাছে গাছে এখনো ঝুলছে মণে মণে সজনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...