আজ ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা মে, ২০২৪ ইং

গাজীপুরে নতুন ৩ জনসহ করোনায় আক্রান্ত ৩২০

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে পুলিশ, চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, সাংবাদিকসহ সর্বশেষ ৩২০ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। জেলায় নতুন করে ৩ জন আক্রান্ত হয়েছে।  আজ শুক্রবার সকালে গাজীপুর সিভিল সার্জনের পক্ষে একটি ফেসবুক আইডিতে এসব তথ্য জানানো হয়। এতে গত ২১ ও ২২ এপ্রিল ঢাকায় পাঠানো নমুনার ফলাফল প্রকাশ করা হয়েছে। 

এতে দেখা যায়, গাজীপুর জেলায় করোনা পজিটিভদের মধ্যে সবচেয়ে বেশি ১১০ জন গাজীপুর সদর ও মহানগর এলাকার বাসিন্দা। জেলায় করোনা পজিটিভ হওয়ার সংখ্যার দিক দিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে কালীগঞ্জ উপজেলায় ৮৯ জন।

জানা গেছে, জেলার গাজীপুর সদর উপজেলায় ১ জন, শ্রীপুরে ১ জন, কালিয়াকৈরে ১ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত আক্রান্তদের মধ্যে গাজীপুর সদরে ১১০ জন, কালীগঞ্জ উপজেলায় ৮৯ জন, কাপাসিয়া উপজেলায় ৭০ জন, কালিয়াকৈর উপজেলায় ৩০ জন এবং শ্রীপুর উপজেলায় ২১ জনের করোনা পজিটিভ হয়েছে। এ পর্যন্ত নমুনা পাঠানো হয়েছে ১৮৪০ জনের। গত ২৪ ঘন্টায় নতুন পাঠানো হয়েছিল ১৫৮ জনের। 

বৃহস্পতিবারের আগে জেলায় করোনা পজিটিভের সংখ্যা ছিল ৩১৭ জন। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন দুইজন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...