আজ ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই মে, ২০২৪ ইং

করোনাভাইরাসে মানসিক চাপে ৯১ ভাগ শিশু-তরুণ

ডেক্স নিউজ : বাংলাদেশসহ বিশ্বের উন্নয়নশীল ১৩টি দেশে মানসিক চাপ ও যন্ত্রণায় ভুগছে ৯১ শতাংশ শিশু ও তরুণ। এর কারণ হলো- করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে জন্য চলা লকডাউন ও সামাজিক দূরত্বের বিধি-নিষেধ। যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশনের এক জরিপে এ তথ্য উঠে এসেছে। বৈশ্বিক এই মহামারিতে শিশু ও তরুণদের ওপর কেমন প্রভাব পড়েছে, তা জানতে গত দুই মাসে ‘চিলড্রেন ভয়েসেস ইন দ্য টাইম অব কোভিড-১৯’ শীর্ষক এই জরিপ চালানো হয়।

জরিপে বাংলাদেশ, বসনিয়া ও হার্জেগোভিনা, আলবেনিয়া, ব্রাজিল, ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো, মালি, মঙ্গোলিয়া, নিকারাগুয়া, পেরু, ফিলিপাইন, রোমানিয়া, সিয়েরা লিওন এবং তুরস্ক-সিরিয়া সীমান্তে শরণার্থী ক্যাম্পে আশ্রয় নেয়া সিরীয় শিশুদের তথ্য নেয়া হয়।

ওসব দেশে ৮ থেকে ১৮ বছর বয়সী ১০১ জনের ওপর চালানো এই জরিপে বলা হয়, ৯১ ভাগ শিশু বলেছে করোনার অনিশ্চয়তা ও বিচ্ছিন্ন অবস্থা দীর্ঘায়িত হওয়ার কারণে তারা উদ্বেগ, রাগ, শঙ্কাসহ নানা মানসিক চাপে রয়েছে।

আর ৭১ শতাংশ শিশু ও তরুণ বলেছে, স্কুল বন্ধের কারণে তারা বিচ্ছিন্ন ও নিঃসঙ্গতা অনুভব করছে।

জরিপে অংশগ্রহণকারীরা বলেন, মহামারির মধ্যে জীবনে ছন্দপতনের তিনটি কারণ। তা হলো—শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়া, সামাজিক দূরত্বের কারণে মানসিক যন্ত্রণা এবং পরিবারে দারিদ্র্য বেড়ে যাওয়া।

সুত্রঃ জাগো নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...