
গণ উত্তরণ ডেক্সঃ ভারত সফরের আগে মাত্র দুটি রাউন্ড ম্যাচ খেলার সুযোগ ছিল তামিম ইকবালের। কিন্তু সেটিও পুরোপুরি আর খেলা হলো না তার। অনুশীলনে পাঁজরে চোট পেয়ে জাতীয় লিগের দ্বিতীয় রাউন্ড থেকে ছিটকে পড়লেন অভিজ্ঞ এই ওপেনার। গত মঙ্গলবার নেটে ব্যাটিংয়ের সময় পাঁজরে চোট পেয়েছিলেন তামিম। তখনও গুরুতর কিছু মনে হয়নি। তাই বুধবার আবারও ব্যাটিং করেছেন। খুব সমস্যা হয়নি। তবে পরে বিকেল থেকেই ব্যথা অনুভব করতে থাকেন তিনি। আর এ কারণে বৃহস্পতিবার সকালে তাই আর খেলতে নামেননি তামিম। চোট গুরুতর না হলে আজ চট্টগ্রামের হয়ে বরিশাল বিভাগের বিপক্ষে ম্যাচে খেলার কথা ছিল তামিমের। বৃহস্পতিবার সকালেই তার স্ক্যান করানো হয়েছে। তাতে ধরা পড়েছে ছোট্ট একটু ‘টিয়ার’। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সপ্তাহখানেক মাঠের বাইরে থাকতে হতে পারে তামিমকে। তবে এ বিষয়ে আরও বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষার পর জানা য