আজ ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই মে, ২০২৪ ইং

পটুয়াখালীতে ঘূর্ণিঝড় আম্পান মোকাবেলায় জরুরী প্রস্তুতি সভা

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীতে ঘূর্ণিঝড় আম্পান চলাকালে জেলা প্রশাসনের নির্দেশনানুযায়ী জেলার ৭০১ টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে আশ্রয় কেন্দ্রগুলোতে সামাজিক দূরত্ব বজায় রাখা সহ করোনা সতর্কতা মেনে চলার নির্দেশ দেয়া হয়েছে। ঘূর্নিঝড়ের পূর্ব প্রস্তুতির অংশ হিসেবে জেলার ৭০১টি’ সাইক্লোন শেল্টারের পাশাপাশি সব শিক্ষা প্রতিষ্ঠান জরুরী আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহারের জন্য প্রস্তুত রাখা হয়েছে।

এছাড়া ঝড় আঘাত হানার আগেই আগামী ৩ দিনের মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করার জন্েয সংশ্লিস্টদের নির্দেশনা দেয়া হয়েছে। রবিবার বেলা ৩টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ঘূর্ণিঝড় মোকাবেলায় জেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক জরুরী সভায় সবাইকে সর্তক থাকার নির্দেশনা দেন জেলা প্রশাসক মো: মতিউল ইসলাম চৌধুরী।

জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ হেমায়েত উদ্দিন সঞ্চালনায় প্রস্তুতি সভায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সদর শেখ বিল্লাল হোসেন,জেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা কাজী আলমগীর হোসেন,পৌর মেয়র মহিউদ্দিন আহম্মেদ,সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড.মো: গোলাম সরোয়ার,সিভিল সার্জন মো: জাহাঙ্গীর হোসেন, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী, গনপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী , পানিউন্নয়র বোড নির্বাহী প্রকৌশলী, এলজিইডি কর্মকর্তা, জেলা ত্রান ও পুনর্বাসন কর্মকর্তা, জেলা শিক্ষা কর্মকর্তা, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, তথ্য কর্মকর্তা, রেড ক্রিসেন্ট, ঘূর্নিঝড় প্রস্তুতি কর্মসূচী কর্মকর্তা, জেলা প্রানী সম্পদ কর্মকর্তা ও জেলা কৃষি কর্মকর্তা সহ বিভিন্ন বেসরকারী সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...