আজ ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৪ ইং

অবরোধ অমান্য করে মাছ ধরায় ১৫ জেলে আটক

পটুয়াখালী প্রতিনিধিঃ ৬৫ দিনের নিষেধাজ্ঞার মধ্যে মৎস্য আহরনের অপরাধে ১৫ জেলেসহ এম.ভি তিমন নামের একটি মাছ ধরা ট্রলারকে আটক করেছে কুয়াকাটা নৌ পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে দশটার দিকে আন্ধারমানিক নদীর মোহনা সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এসব জেলেকে আটক করা হয়েছে।

এ সময় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ট্রলার মালিককে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। আটককৃত ট্রলার মালিক ও সকল জেলের বাড়ি রাঙ্গাবালীর কোড়ালিয়া এলাকায় বলে জানা গেছে।

কুয়াকাটা নৌ পুলিশের একটি দল রাতে অভিযান চালিয়ে তারা ট্রলারসহ এসব জেলেকে আটক করে। এসময় ট্রলার থেকে জাটকা ইলিশ ও জাল জব্দ করা হয়। পরে ট্রলারের মালিক কাওছার মৃধাকে দশ হাজার টাকা এবং মাছ আহরন করার দায়ে আরও পনের হাজার টাকা ভ্রাম্যমান আদালত জরিমানা করেন । এছাড়া ১৫ জলের কাছ থেকে মুচলেখা রেখে তাদের ছেড়ে দেন। এবং ট্রলারটিকে আগামী ২৩ জুলাই পর্যন্ত মালিকের ঘাটে জব্দ রাখার নির্দেশনা প্রদান করেন।

তবে কুয়াকাটায় কিছু জেলে নাম প্রকাশ না করার শর্তে অভিযোগ করে বলেন আমরা একরকম না খেয়ে দিন কাটাই আর কিছু জেলে নৌ- পুলিশকে ম্যানেজ করে সাগরে মাছ ধরছে, এতে করে সরকারের এই অবরোধ কতটা সফল হবে তা ভাবার বিষয়।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা নিউজনাউকে জানান, বিধিমালা ১৯৮৩ এর বিধি ১৯ (এ) সুস্পষ্ট লঙ্ঘন করে মাছ শিকার করায় ট্রলারের মালিককে জরিমানা করা হয়েছে। নদী ও সাগর মোহনায় ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত ৬৫ দিন সামুদ্রিক মৎস্য অবরোধ সফল করতে মৎস্য অফিস, নৌ পুলিশ ও কোষ্টগার্ডের নিয়মিত টহল অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...