আজ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ ইং

শেরপুরে করোনার উপসর্গ নিয়ে হাজতির মৃত্যু

সংবাদদাদা : শেরপুরে করোনার উপসর্গ নিয়ে বাদশা আলী (৫০) নামে এক হাজতির মৃত্যু হয়েছে।  মঙ্গলবার সকালে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বাদশা ঝিনাইগাতী উপজেলার ধানশাইল ইউনিয়নের দক্ষিণ দাড়িয়ারপাড় এলাকার মৃত নূর মোহাম্মদের ছেলে। তিনি একটি হত্যা মামলায় গ্রেফতার হয়ে হাজতবাস করছিলেন।

জেলা কারাগার ও ঝিনাইগাতী থানা সূত্রে জানা যায়, ২২ এপ্রিল উপজেলার দক্ষিণ দাড়িয়ারপাড় এলাকায় রাতে নিজ ঘরে ধারালো অস্ত্র দিয়ে ঘুমন্ত স্ত্রীর কুপিয়ে হত্যা করে বাদশা আলী। পরদিন ২৩ এপ্রিল থেকে স্ত্রী হত্যা মামলায় গ্রেফতার হয়ে কারাগারে বন্দি ছিলেন তিনি। গত সোমবার রাতে হঠাৎ শ্বাসকষ্ট শুরু হলে বাদশাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তার মৃত্যু হয়।

অন্যদিকে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় জেলা ও দায়রা জজ আদালতে বাদশা আলীর জামিনের বিষয়ে ভার্চুয়াল শুনানির কথা ছিলো বলে জানিয়েছেন তার (বাদশা) আইনজীবী রওশন কবীর আলমগীর।

সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোবারক হোসেন জানান, ওই হাজতির শ্বাসকষ্ট থাকায় তার করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। ময়নাতদন্ত শেষে হাজতির মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। কারাগারের জেলার তরিকুল ইসলাম বলেন, বাদশা আলীর গলায় একটি টিউমার ছিল। ওই স্থানে ক্যান্সারের জীবাণু ছিল। যে কারণে একাধিকবার তাকে হাসপাতালে নেয়া হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...