আজ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ ইং

৬ ব্যক্তির মৃত্যু নিয়ে রহস্য ঝিকরগাছায়

যশোর প্রতিনিধি: ঝিকরগাছায় ২৪ ঘণ্টার ব্যবধানে ছয় ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু হয়েছে।

স্থানীয়রা বলছেন, তারা বিষাক্ত বা ভেজাল মদপানে মারা গেছেন। তবে পুলিশ বলছে, ভেজাল বা বিষাক্ত মদপানে কারও মৃত্যুর প্রমাণ পাওয়া যায়নি।

তবে একজন স্বাস্থ্য কর্মকর্তা জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যালকোহলজনিত পয়জনিংয়ের শিকার হয়ে তিন জন চিকিৎসাধীন রয়েছেন। একজন ১৬ জুন রাত ১০টার দিকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন।

অস্বাভাবিক মৃত্যুর শিকার ব্যক্তিরা হলেন, উপজেলার রাজাপুর গ্রামের আবুল গাজীর ছেলে হাবিল গাজী (৬০), বর্নি গ্রামের সুরত আলীর ছেলে ফারুক হোসেন (৪০), হাজিরালী গ্রামের মৃত গহর আলীর ছেলে আসমত আলী (৫০), পুরন্দরপুর গ্রামের মৃত ফকির ধোপার ছেলে হামিদুর রহমান (৫৫), রাজাপুর গ্রামের আলফাজের ছেলে নূর ইসলাম খোকা (৫৫) এবং ঋষিপাড়ার মৃত রসিকলালের ছেলে নারায়ণ (৫৫)।

অল্প সময়ের মধ্যে এত মানুষের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে মঙ্গলবার রাতে ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক, ইনসপেক্টর (তদন্ত) মেজবাউর রহমান ও সেকেন্ড অফিসার এসআই দেবব্রত দাসসহ স্থানীয় সংবাদকর্মীরা মৃত্যুবরণকারীদের বাড়ি বাড়ি যান। তারা সবাই হৃদরোগে মারা গেছেন বলে তাদের পরিবারের সদস্যরা দাবি করেন। ওই সময় পরিবারের সদস্যরা হাসপাতালের ছাড়পত্রও দেখান।

রাত পৌনে ১১টার দিকে ওসি আব্দুর রাজ্জাক সাংবাদিকদের জানান, তিনি রাতে মৃতদের বাড়ি থেকে ঘুরে এসেছেন। তারা সবাই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছে বলে আত্মীয়-স্বজনরা বলছেন। এই মর্মে তারা মেডিক্যাল ছাড়পত্রও দেখিয়েছেন। ডাক্তার যদি হৃদরোগে মৃত্যুর ছাড়পত্র দেন, তাহলে তিনি কীভাবে বলবেন, তারা বিষাক্ত অ্যালকোহল পানে মারা গেছেন।

ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত ডাক্তার জিয়াউল ইসলাম বলেন, ওই ছয় জনের মধ্যে কেউ হাসপাতালে মারা যাননি। তবে বিষাক্ত অ্যালকোহল পানে গুরুতর অসুস্থ হয়ে পড়া তিন জন হাসপাতালে ভর্তি রয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক।

উল্লেখ্য, গত এপ্রিলে যশোর শহর ও শহরতলী, মণিরামপুর এবং চৌগাছায় বিষাক্ত বা ভেজাল মদপানে প্রায় ১৫ জন মানুষের মৃত্যু হয়। ওই সময় একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে হাসান নামে এক মদের কারবারির দোকানে অভিযান চালিয়ে নমুনা সংগ্রহ করা হয়। অবৈধ মদের কারবারি হাসানের বিরুদ্ধে তিনটি হত্যাসহ পাঁচটি মামলাও হয় সেই সময়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...