আজ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৪ ইং

ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র, ডাকাতিরকাজে ব্যবহৃত ট্রাক সহ আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্য গ্রেপ্তার

পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালী জেলা ডিবি পুলিশের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, একটি সংঘবদ্ধ ডাকাত দল পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে ডাকাতি করার জন্য ওত পেতে আছে। উক্ত সংবাদের ভিত্তিতে পুলিশ সুপারের নির্দেশনা মোতাবেক ডিবি পুলিশের দলটি ১৭/০৬/২০২০ তারিখ রাত্রী অনুমান ০২.৫০ ঘটিকায় মহাসড়কের আউলিয়াপুর নামক স্থানে উপস্থিত হলে কিছু লোক একটি থেমে থাকা ট্রাকের কাছ থেকে দৌড়ে পালানোর চেষ্টা কালে ০৩ ডাকাতকে হাতে নাতে গ্রেফতার করে এবং বাকিরা পালিয়ে যায়।

গ্রেফতারকৃতরা হল- মোঃ ইয়াকুব মৃধা (৪০) সে গলাচিপার আমখোলা ইউনিয়নের আ: ছাত্তার মৃধার ছেলে ও মোঃ ওয়াসিম মোল্লা (৪৫) সে একই ইউনিয়নের পিতা: আলম মোল্লার ছেলে এছাড়া অন্যজন হলো মোঃ রুহুল আমিন (৪২) সে আমতলি পূর্বচিলা গ্রামের মোহাম্মদ বয়াতীর ছেলে।

তাদের কাছ থেকে- ট্রাক ০১ টি (ডাকাতির কাজে ব্যবহৃত), ০১টি ছোরা, ০২ টি চাপাতি, ০১ টি রামদা, ০১ টি দেশী দা, ০১ টি তালা কাটার যন্ত্র ও ০১ টি স্লাইস রেঞ্জ উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা একটি সংঘবদ্ধ আন্তঃজেলা ডাকাত দল। দেশের বিভিন্ন জেলায় তারা ডাকাতি করে থাকে। সম্প্রতি ১৫/৬/২০২০ তারিখে খুলনা শহরে একটি দোকানে রাতের আধারে ডাকাতি করেছে মর্মে জানা যায়।

গ্রেফতারকৃত ইয়াকুবের নামে ডিএমপি’র গুলশান থানায় একটি খুনসহ ডাকাতির মামলা রয়েছে। এছাড়া দেশের বিভিন্ন থানায় তার নামে মোট ০৭ টি চুরি/ডাকাতি মামলা রয়েছে যা বর্তমানে বিচারাধীন।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পটুয়াখালী থানায় মামলা করার প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...