আজ ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই মে, ২০২৪ ইং

তামাকজাত পণ্যের উপর কর বাড়ানাের প্রতিবাদে মানববন্ধন

লালমনিরহাট প্রতিনিধি: চলতি অর্থবছরের বাজেটে দেশীয় ব্রান্ডের তামাকজাত পণ্যের উপর কর বাড়ানাের প্রতিবাদে লালমনিরহাটে ঘন্টাব্যাপি মানববন্ধন করেছেন শতভাগ দেশীয় মালিকানাধীন সিগারেট-বিড়ি শ্রমিক ঐক্য পরিষদ।

আজ বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে লালমনিরহাট শহরের মিশনমাড় গোল চত্বরে দুই শতাধিক শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারী এ মানববন্ধনে অংশ নয়।

মানববন্ধনে বক্তারা বলেন, বিদেশী ব্রান্ডের তামাকজাত পণ্যের দাম কম বাড়িয়ে দেশী পণ্যের অস্বাভাবিক দাম বাড়ানাে হয়েছে। এর ফলে মালিকদের পাশাপাশি ক্ষতির মুখে পড়বে শ্রমিকরা। এমনকি আয়ের পথ বন্ধ হয়ে পথে বসতে হবে তাদের।

বক্তারা আরো বলেন, ২০১৭-১৮ অর্থ বছরে প্রধানমন্ত্রীর দেশীয় ব্রান্ডের বিড়ি সিগারেটের পৃথক মূল্য নির্ধারণের নির্দেশনা বাস্তবায়ন করতে হবে। ২০১৮-১৯ অর্থবাজটে শুধুমাত্র দেশীয় মালিকানাধীন কােম্পানিগুলাে সংরক্ষিত রাখার জন্য সংসদে অনুমােদন পাওয়ার পরও আজও তা বাস্তবায়ন হয়নি। এমতাবস্থায় তামাক শিল্পকে বাঁচাতে নিম্নশ্রেণির সিগারট উৎপাদন শতভাগ দেশীয় মালিকানাধীন কােম্পানির জন্য রিজার্ভের দাবি জানান তারা।

মানববন্ধন শতভাগ দেশীয় মালিকানাধীন সিগারেট-বিড়ি শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি নজরুল ইসলাম, সহ সভাপতি মােঃ সবুজ আলী, সাধারন সম্পাদক মােঃ মিজানসহ সাধারন সম্পাদক মােঃ আমিনুর রহমান বক্তব্য রাখেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...