আজ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ ইং

করোনাকালীন সময়ে বন্ধ থাকা সকল শিক্ষা প্রতিষ্ঠানের বেতনাদী মওকুফের দাবীতে ছাত্রদলের স্মারকলিপি প্রদান

গাইবান্ধা প্রতিনিধি: করোনাকালীন সময়ে গাইবান্ধার বন্ধ থাকা সকল সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের বেতননাদী মওকুফের দাবীতে গাইবান্ধা জেলা প্রশাসকের নিকট স্বরকলিপি প্রদান করেছে গাইবান্ধা জেলা ছাত্রদল।

জেলা ছাত্রদলের পক্ষ থেকে ২১জুন রবিবার ছাত্রদলের জেলা শাখার সভাপতি খন্দকার জাকারিয়া
আলম জীম ও মোঃতারেকুজ্জামান তারেক জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে এ স্বারকলিপি প্রদান করেন।

উক্ত স্বারকলিপি প্রদান শেষে তারা সাংবাদিকদের জানায় করোনাকালীন গাইবান্ধায় প্রায় দুই মাসের অধিক সময় ধরে সকল শিক্ষা-প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এছাড়া করোনার প্রভাবে বাংলাদেশসহ সারা বিশ্বের অর্থিনীতি স্থাবীর হয়ে পড়েছে এতে কর্মহীন অবস্থায় রয়েছে অসংখ্য শিক্ষার্থীদের অভিভাবক। এমন্তবস্থায় এ অভিভাবকদের পক্ষে শিক্ষার্থীদের করোনাকালীন সময়ের শিক্ষা প্রতিষ্ঠানের বেতনাদী প্রদান করা অসম্ভব হয়ে দাঁড়াবে তাই তারা সকল সরকারি-বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের বেতন মওকুফ করার জন্য জেলা প্রশাসকের নিকট দাবী জানিয়েছেন।

একই সাথে চলমান অনলাইন ক্লাস ও পরীক্ষায় সকল শিক্ষার্থী অংশগ্রহণ করতে পারছেনা দাবী করে তারা এ অনলাইন ক্লাস স্থগীতের দাবী জানায়। তারা বলেন জেলার অনেক শিক্ষার্থীর স্মার্ট ফোন ও ল্যাপটপ কেনার সমর্থ না থাকায় তারা অনলাইন ক্লাস থেকে শিক্ষা গ্রহণ করতে পারছেনা।

তারা আরও দাবী করেছেন বেসরকারি শিক্ষা-প্রতিষ্ঠান শিক্ষার্থীদের বেতনের উপর নির্ভরশীল। করোনর প্রভাবে এসকল শিক্ষা প্রতিষ্ঠানের আর্থিক ঘাটতি পূরণের জন্য সরকারি তহবিল হতে আর্থিক সহায়তার দাবী জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...