আজ ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০শে এপ্রিল, ২০২৪ ইং

এক টাকার মাস্টার খ্যাত লুৎফর রহমান

বিশেষ  প্রতিনিধি: শিক্ষাকে জ্ঞান অর্জনের প্রধান মুল লক্ষ্য হিসাবে জীবনের সঙ্গী করে নিয়েছিলেন লুৎফর রহমান(৬৬)।
দীর্ঘ ৪৫ বছর ধরে গাইবান্ধা সদরের বাগুড়িয়া, মদনের পাড়া, পুলবন্দী, চন্দিয়া, ঢুলিপাড়া, কঞ্চিপাড়া ও পূর্বপাড়ার শত শত ছেলে-মেয়ের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে চলেছেন ‘এক টাকার মাস্টার’।
তাঁর কাছে লেখাপড়া শিখে শিক্ষক, পুলিশ,  ডাক্তারও হয়েছেন অনেকে। অবাক করার বিষয়, একজন শিশু-শিক্ষার্থীর কাছ থেকে দিনে মাত্র এক টাকা গ্রহণ করে নিষ্ঠার সাথে লেখাপড়া শিখিয়ে যাচ্ছেন গাইবান্ধা সদর উপজেলার লুৎফর রহমান (৬৬)। গাইবান্ধা সদরের বাগুড়িয়া ও নিকটবর্তী গ্রামগুলোতে যার নাম ‘এক টাকার মাস্টার’ নামে খ্যাত।তার এই কর্মের ফলে তিনি আজ গাইবান্ধার বুকে জনপ্রিয়।
এ বিষয়ে তার কাছে কথা বলে জানা যায়,টাকা আয়ের পথ হিসাবে নয় বরং শিক্ষার্থীদের সঠিক শিক্ষা দিবার জন্য তার এই প্রচেষ্টা। এদিকে স্থানীয় সুধীজনের মতে তার এই সৎ কাজের জন্য কে সম্মাননা প্রদান করা দরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...