আজ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং

১১১ জনের করোনা পজিটিভ বিয়ের পরদিনই বরের মৃত্যু

ডেক্স নিউজ : করোনাভাইরাসের তাণ্ডবে বিপর্যস্ত ভারত। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এরই মাঝে বিহারে ঘটে গেলো হৃদয়বিদারক এক ঘটনা। করোনাভাইরাসের লক্ষণ নিয়েই বিয়ে করে পরদিন মারা গেলেন বর। বিয়ের অনুষ্ঠানে আসা ১১১ জনের পরীক্ষার পর তাদের কোভিড-১৯ পজিটিভ এসেছে।

এক প্রতিবেদনে মঙ্গলবার এ খবর জানায় ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। এটাই বিহারে প্রথম বড় আকারে সংক্রমণের ঘটনা। বিয়ের কিছু দিন আগে থেকেই শরীরে করোনাভাইরাসের সংক্রমণের লক্ষণ দেখা যাচ্ছিল, তবু তা উপেক্ষা করে বিয়ে করতে গেছিলেন বিহারের এক যুবক। ভালোয় ভালোয় বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হয়ে গেলেও বিয়ের পর দিনই মারা গেলেন তিনি।

জেলা প্রশাসনের তথ্য মতে, ১৫ জুন ওই বিয়ের অনুষ্ঠান হয় এবং তার পরদিন ১৬ জুন বর মারা যান। করোনায় আক্রান্ত হয়েই তার মৃত্যু হয়েছে জানা গিয়েছে। যারা বিয়েতে অংশ নিয়েছিলেন তাদের শরীরেও করোনার লক্ষণ দেখা দেওয়ায় তাদেরও টেস্ট করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...