আজ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে মে, ২০২৪ ইং

প্রায় এক কোটি ৯৬ লাখ মানুষের করোনা জয় করেছে

ডেক্স নিউজ : চীনের উহান শহর থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসে (কোভিড-১৯) প্রতিদিন মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বাড়ছে। সেই সঙ্গে বাড়ছে করোনা জয় করে সুস্থ হওয়া মানুষের সংখ্যাও। বিশ্বে এ পর্যন্ত এক কোটি ৯৫ লাখ ৮৬ হাজার ৮৬০ জন করোনা রোগী সুস্থ হয়ে উঠেছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন দুই লাখ ২৪ হাজারের বেশি মানুষ।

এদিকে ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, মঙ্গলবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৭৪ লাখ ৮৫ হাজার ৪২৩ জন। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৮ লাখ ৯৬ হাজার ৮৪২ জন। সংক্রমণ থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক কোটি ৯৫ লাখ ৮৬ হাজার ৮৬০ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ৩ হাজার ৮৪৬ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৯৭ হাজার ৬৮৫ জন। একই সময়ে সুস্থ হয়েছেন সুস্থ হয়েছেন দুই লাখ ২৪ হাজারের বেশি মানুষ।

করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগ থেকে যুক্তরাষ্ট্রে সেরে উঠেছে ৩৭ লাখ ৫৮ হাজার ৬২৯ জন, ব্রাজিলে ৩৩ লাখ ৫৫ হাজার ৫৬৪, ভারতে ৩৩ লাখ ২১ হাজার ৪২০, রাশিয়ায় আট লাখ ৪৩ হাজার ২৭৭, দক্ষিণ আফ্রিকায় পাঁচ লাখ ৫৬ হাজার ৫৫৫, পেরুতে পাঁচ লাখ ২২ হাজার ২৫১, কলোম্বিয়ায় পাঁচ লাখ ২৯ হাজার ২৮৯, মেক্সিকোতে চার লাখ ৪৬ হাজার ৭১৫, চিলিতে তিন লাখ ৯৫ হাজার ৭১৭, ইরানে তিন লাখ ৩৫ হাজার ৫৭২, সৌদি আরবে দুই লাখ ৯৭ হাজার ৬২৩, পাকিস্তানে দুই লাখ ৮৬ হাজার ১৬, তুরস্কে দুই লাখ ৫২ হাজার ১৫২, জার্মানিতে দুই লাখ ২৭ হাজার, বাংলাদেশে দুই লাখ ২৪ হাজার ৫৭৩, ইতালিতে দুই লাখ ১০ হাজার ২৩৮, কাতারে এক লাখ ১৭ হাজার ২৪১, কানাডায় এক লাখ ১৬ হাজার ৪৫৯, ফ্রান্সে ৮৭ হাজার ৮৩৬ জন, ওমানে ৮২ হাজার ৮০৫ এবং চীনের মূল ভূখণ্ডে ৮০ হাজার ৩৩৫ জন সুস্থ হয়ে উঠেছে।

এ ছাড়া কুয়েতে ৮১ হাজার ৩৭ জন, সংযুক্ত আরব আমিরাতে ৬৬ হাজার ৫৩৩, সিঙ্গাপুরে ৫৬ হাজার ৪০৮, সুইজারল্যান্ডে ৩৭ হাজার ৭০০, দক্ষিণ কোরিয়ায় ১৬ হাজার ৬৩৬, অস্ট্রেলিয়ায় ২২ হাজার ৬০৪ ও মালয়েশিয়ায় ৯ হাজার ১২৪ জন সুস্থ হয়ে উঠেছে।

গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম দেখা দেওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৩টি দেশ, অঞ্চলে ছড়িয়ে পড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...