বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ৩০ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

শেখ সেলিম এখন কি করবেন সেটাই দেখার বিষয়

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: ০৪:০৩:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০১৯
  • ২২৫ বার পড়া হয়েছে

 আওয়ামী লীগের প্রভাবশালী নেতা তিনি। দলের অন্যতম নীতি নির্ধারকও ছিলেন তিনি। কিন্তু শুদ্ধি অভিযান শুরু হওয়ার পর তার পরিবারই আক্রান্ত হয়েছে সবচেয়ে বেশি। শেখ সেলিমের ছোট ভাই শেখ মারুফের ব্যাংক অ্যাকাউন্ট গতকাল সোমবার জব্দ করা হয়েছে। তার বোন শেখ সুলতানা, বোনের জামাই ওমর ফারুক চৌধুরী এবং তাদের তিন সন্তানেরও অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে।

গত ১০ দিন ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ নেই আওয়ামী লীগের এই প্রভাবশালী নেতার। এক সময় শেখ সেলিমের সঙ্গে সাক্ষাৎ করার জন্যই লোকজন ভিড় করতো। অথচ এখন তাকে এড়িয়ে চলছেন দলের অনেক গুরুত্বপূর্ণ নেতারাই। আগের সেই ভিড় নেই তার বাড়িতে। আগের সেই প্রভাবও নেই তার। নির্বাক এবং স্তব্ধ হয়ে পড়েছেন শেখ সেলিম। ওয়ান ইলেভেনের পড়ে এত বড় বিপর্যয় তার পরিবারে আর আসেনি। এ অবস্থায় শেখ সেলিম কী করবেন সেটাই বুঝে উঠতে পারছেন না। তার ছোট ভাই এবং বোনকে যে সহায়তা করবেন সে সুযোগও তিনি পাচ্ছেন না। এই পরিস্থিতিতে স্তব্ধ পরিবেশ সৃষ্টি হয়েছে শেখ সেলিমের বাড়িতে। তিনি এখন কী করবেন সেটাই দেখার বিষয়।

এক্সক্লুসিভ রিলেটেড নিউজ

জনপ্রিয়

বিষ প্রয়োগে ৩০ লাখ টাকার মাছ নিধন

শেখ সেলিম এখন কি করবেন সেটাই দেখার বিষয়

প্রকাশের সময়: ০৪:০৩:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০১৯

 আওয়ামী লীগের প্রভাবশালী নেতা তিনি। দলের অন্যতম নীতি নির্ধারকও ছিলেন তিনি। কিন্তু শুদ্ধি অভিযান শুরু হওয়ার পর তার পরিবারই আক্রান্ত হয়েছে সবচেয়ে বেশি। শেখ সেলিমের ছোট ভাই শেখ মারুফের ব্যাংক অ্যাকাউন্ট গতকাল সোমবার জব্দ করা হয়েছে। তার বোন শেখ সুলতানা, বোনের জামাই ওমর ফারুক চৌধুরী এবং তাদের তিন সন্তানেরও অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে।

গত ১০ দিন ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ নেই আওয়ামী লীগের এই প্রভাবশালী নেতার। এক সময় শেখ সেলিমের সঙ্গে সাক্ষাৎ করার জন্যই লোকজন ভিড় করতো। অথচ এখন তাকে এড়িয়ে চলছেন দলের অনেক গুরুত্বপূর্ণ নেতারাই। আগের সেই ভিড় নেই তার বাড়িতে। আগের সেই প্রভাবও নেই তার। নির্বাক এবং স্তব্ধ হয়ে পড়েছেন শেখ সেলিম। ওয়ান ইলেভেনের পড়ে এত বড় বিপর্যয় তার পরিবারে আর আসেনি। এ অবস্থায় শেখ সেলিম কী করবেন সেটাই বুঝে উঠতে পারছেন না। তার ছোট ভাই এবং বোনকে যে সহায়তা করবেন সে সুযোগও তিনি পাচ্ছেন না। এই পরিস্থিতিতে স্তব্ধ পরিবেশ সৃষ্টি হয়েছে শেখ সেলিমের বাড়িতে। তিনি এখন কী করবেন সেটাই দেখার বিষয়।

এক্সক্লুসিভ রিলেটেড নিউজ