আজ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ ইং

বিষাক্ত মদ পানে ২ যুবকের মৃত্যু, অসুস্থ ৫

বিশেষ প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিষাক্ত মদ পানে মেহেদী হাসান সোহাগ ও তৌফিকুজ্জামান সৈকত নামে দুই যুবকের মৃত্যু হয়েছে। এ ছাড়াও গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছে আরো  ৫ যুবক।

 

এলাকাবাসী সুত্রে জানাযায় , গোবিন্দগঞ্জ পৌর শহরের চক গোবিন্দ পাঠান পাড়ার মেহেদী হাসান সোহাগ, চক গোবিন্দ ঝিল পাড়ার তৌফিকুজ্জামান সৈকত, চক পশ্চিম চৌমাথা এলাকার রানা, রানা, বাঁধন সরকার, বাপ্পি ও অভিসহ আরও কয়েকজন যুবক গতকাল বৃহস্পতিবার (২২ জুলাই) রাতে একসঙ্গে বসে মদ পান করেন। এর দুই ঘণ্টা পর তারা অসুস্থ হয়ে পড়েন। তাদের মধ্যে প্রথমে তৌফিকুজ্জামানকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হলে সেখানে রাত ১০টার দিকে তিনি মারা যান। পরে আজ শুক্রবার (২৩ জুলাই) সকাল ১১টার দিকে বগুড়ায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান মেহেদী হাসান সোহাগ। বাকিরা বগুড়ার জিয়াউর রহমান মেডিক‌্যাল কলেজ হাসপাতাল ও রংপুর মেডিক‌্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

 

গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. শরিফুল ইসলাম জানিয়েছেন, সোহাগ, সৈকত ও রানা নামের তিন যুবককে ওই হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এলকোহল জাতীয় কিছু পান করায় তারা অসুস্থ হয়ে পড়েছেন। অবস্থার অবনতি হলে তাদের রংপুর ও বগুড়ায় পাঠানো হয়।

 

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান জানিয়েছেন, মৃত দুই যুবকের মৃত‌্যুর প্রকৃত কারণ জানতে তদন্তে নেমেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...