বুধবার, ২৬ মার্চ ২০২৫, ১২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

পদ হারাচ্ছেন হংকংয়ের প্রধান নির্বাহী ক্যারি লাম

চীনের নিয়ন্ত্রণাধীন হংকংয়ের প্রধান নির্বাহী ক্যারি লামকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দিতে যাচ্ছে চীন। হংকংয়ে প্রায় ৫ মাস ধরে চলা গণতন্ত্র-পন্থীদের সরকারবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে বেইজিং এ সিদ্ধান্ত নিতে যাচ্ছে বলে দ্য ফিনান্সিয়াল টাইসম এর বরাত দিয়ে জানিয়েছে এএফপি।

দ্য ফিনান্সিয়াল টাইমস নাম উল্লেখ না করে এক সূত্রের বিবৃতি দিয়ে বলেছে, ক্যারি লামকে সরিয়ে একজন অন্তর্বতীকালীন প্রধান নির্বাহী নিয়োগ দেওয়া হবে। তবে এই পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে হংকংয়ের সর্বশেষ পরিস্থিতি বিবেচনায় রেখে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে সূত্রটি।

সূত্রটি জানায়, লামকে সরিয়ে দেওয়ার ব্যাপারে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং সম্মত হলে আগামী বছরের মার্চে একজন অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাহী নিয়োগ দেওয়া হবে।

এদিকে ফিনান্সিয়াল টাইসম এর দাবিকে উড়িয়ে দিয়ে বেইজিং বলেছে, ‘এই সংবাদ বৃহৎ উদ্দেশ্য হাসিলের জন্য করা রাজনৈতিক গুজব’। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিং এক সংবাদ সম্মেলনে বলেন, কেন্দ্রীয় সরকার ক্যারি লামকে দৃঢ়ভাবে সমর্থন করে। হংকংয়ে যাতে সহিংসতা ও বিশৃঙ্খলা বন্ধ হয় এবং দ্রুত শৃঙ্খলা ফিরে আসে সে চেষ্টা করা হবে।

বেইজিং-পন্থী নেতা ক্যারি ল্যাম শুরু থেকেই আন্দোলনকারীদের তোপের মুখ পড়েছেন। তারা একাধিকবার লামকে অযোগ্য অভিহিত করে পদত্যাগের দাবি জানিয়ে আসছেন। তবে বেইজিং শুরু থেকেই ক্যারি লাম এবং হংকং পুলিশকে সমর্থন জানিয়ে আসছে।

উল্লেখ্য, হংকংয়ে অপরাধী প্রত্যর্পণ বিলকে কেন্দ্র করে শুরু হওয়া আন্দোলন এখন অধিকতর গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে রূপ নিয়েছে। আন্দোলন থামাতে ক্যারি লাম ইতোমধ্যে ব্যর্থতার পরিচয় দিয়েছেন।

জনপ্রিয়

গণহত্যা চালিয়েও শেখ হাসিনার কোন অনুসুচনা নেই:-  রিজভী

পদ হারাচ্ছেন হংকংয়ের প্রধান নির্বাহী ক্যারি লাম

প্রকাশের সময়: ০৮:২৯:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০১৯

চীনের নিয়ন্ত্রণাধীন হংকংয়ের প্রধান নির্বাহী ক্যারি লামকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দিতে যাচ্ছে চীন। হংকংয়ে প্রায় ৫ মাস ধরে চলা গণতন্ত্র-পন্থীদের সরকারবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে বেইজিং এ সিদ্ধান্ত নিতে যাচ্ছে বলে দ্য ফিনান্সিয়াল টাইসম এর বরাত দিয়ে জানিয়েছে এএফপি।

দ্য ফিনান্সিয়াল টাইমস নাম উল্লেখ না করে এক সূত্রের বিবৃতি দিয়ে বলেছে, ক্যারি লামকে সরিয়ে একজন অন্তর্বতীকালীন প্রধান নির্বাহী নিয়োগ দেওয়া হবে। তবে এই পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে হংকংয়ের সর্বশেষ পরিস্থিতি বিবেচনায় রেখে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে সূত্রটি।

সূত্রটি জানায়, লামকে সরিয়ে দেওয়ার ব্যাপারে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং সম্মত হলে আগামী বছরের মার্চে একজন অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাহী নিয়োগ দেওয়া হবে।

এদিকে ফিনান্সিয়াল টাইসম এর দাবিকে উড়িয়ে দিয়ে বেইজিং বলেছে, ‘এই সংবাদ বৃহৎ উদ্দেশ্য হাসিলের জন্য করা রাজনৈতিক গুজব’। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিং এক সংবাদ সম্মেলনে বলেন, কেন্দ্রীয় সরকার ক্যারি লামকে দৃঢ়ভাবে সমর্থন করে। হংকংয়ে যাতে সহিংসতা ও বিশৃঙ্খলা বন্ধ হয় এবং দ্রুত শৃঙ্খলা ফিরে আসে সে চেষ্টা করা হবে।

বেইজিং-পন্থী নেতা ক্যারি ল্যাম শুরু থেকেই আন্দোলনকারীদের তোপের মুখ পড়েছেন। তারা একাধিকবার লামকে অযোগ্য অভিহিত করে পদত্যাগের দাবি জানিয়ে আসছেন। তবে বেইজিং শুরু থেকেই ক্যারি লাম এবং হংকং পুলিশকে সমর্থন জানিয়ে আসছে।

উল্লেখ্য, হংকংয়ে অপরাধী প্রত্যর্পণ বিলকে কেন্দ্র করে শুরু হওয়া আন্দোলন এখন অধিকতর গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে রূপ নিয়েছে। আন্দোলন থামাতে ক্যারি লাম ইতোমধ্যে ব্যর্থতার পরিচয় দিয়েছেন।