আজ ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই এপ্রিল, ২০২৪ ইং

প্রতি ১৬ মিনিটে ভারতে একজন নারীকে ধর্ষণ

ভারতে প্রতি ১৬ মিনিটে একজন নারী ধর্ষণের শিকার হচ্ছেন। গত মঙ্গলবার ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর (এনসিআরবি) এক প্রতিবেদনে এমন তথ্য সামনে এসেছে।

শুধু তাই নয়, প্রতি পাঁচ মিনিটে একজন গৃহবধু নির্যাতিত এবং প্রতি দুই ঘণ্টায় একজন নারীকে ধর্ষণ চেষ্টার ঘটনা ঘটছে ভারতের বিভিন্ন রাজ্যে।

এনসিআরবির প্রতিবেদনে বলা হয়েছে, দেশটিতে ১৮ থেকে ৩০ বছরের নারীরা সবচেয়ে বেশি ধর্ষণের শিকার হচ্ছেন। নারী ও শিশু নির্যাতনে শীর্ষে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্বাচনী এলাকা উত্তর প্রদেশ।

উত্তর প্রদেশ ছাড়াও মহারাষ্ট্র এবং পশ্চিমবঙ্গে নারী ও শিশু নির্যাতনের ঘটনা সবচেয়ে বেশি ঘটে বলেও জানায় এনসিআরবি।

প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে, উত্তর প্রদেশে ৫৬ হাজার, মহারাষ্ট্রে ৩১ হাজার এবং পশ্চিমবঙ্গে ৩০ হাজার নারী নির্যাতনের মতো অপরাধের ঘটনা ঘটেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...