আজ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই মে, ২০২৪ ইং

তুরস্কের দুই জেনারেলের সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

 

ডেক্স নিউজ : তুরস্কের চিফ অব ল্যান্ড ফোর্সেস জেনারেল মুসা আভ সেভের দেশটিতে সফররত বাংলাদেশের সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। এছাড়াও তুরস্কের চিফ অব জেনারেল স্টাফ জেনারেল ইয়াসের গুলের সঙ্গেও সাক্ষাৎ করেন সেনাবাহিনী প্রধানগত সোমবার (২৩ আগস্ট) মঙ্গলবার (২৪ আগস্ট) দুদিনে তাদের সাক্ষাৎ অনুষ্ঠিত হয়

উভয়ের সঙ্গে সাক্ষাতে তুরস্ক এবং বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে তিনি আলোচনা করেছেন। আলোচনায় উভয় দেশের মধ্যে প্রতিরক্ষা বিষয়ক সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্রসমূহ, প্রশিক্ষণ বিনিময়, ইত্যাদি বিষয়সমূহ প্রাধান্য পায় বলেও জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)

তুর্কি সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ সামরিক ব্যক্তিবর্গের সঙ্গে সাক্ষাতের পাশাপাশি তুর্কি আনম্যানড এরিয়াল সিস্টেমের (ইউএএস) অপারেশন কন্ট্রোল রুম, আর্মি এভিয়েশন সদর দফতর এবং তুর্কি এয়ারস্পেস ইন্ডাস্ট্রিজ পরিদর্শন করেন জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ

এছাড়াও তিনি আঙ্কারায় অবস্থিত তুরস্কের প্রথম প্রেসিডেন্ট এবং তুর্কি প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা মোস্তফা কামাল আতাতুর্কের সমাধিস্থল এবং জাদুঘর পরিদর্শন করেন এবং সেখানে তার (কামাল আতাতুর্ক) স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...