সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ৬ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

দুই ট্রাক চালককে গুলি করে হত্যা করেছে কাশ্মীরে

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: ১১:৪৭:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০১৯
  • ২৫৮ বার পড়া হয়েছে

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে ট্রাকের দুই চালককে গুলি করে হত্যার পর তাদের গাড়িতে অগ্নিসংযোগ করা হয়। জানা গেছে, আপেল বোঝাই ট্রাক নিয়ে যাওয়ার সময় বৃহস্পতিবার সন্ধ্যায় তাদেরকে গুলি করে হত্যা করা হয়। হামলার ঘটনায় আরেক ট্রাক চালক আহত হয়েছেন।

সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে সোপিয়ান জেলায় এক আপেল ব্যবসায়ীকে গুলি করে হত্যা করা হয়। এ নিয়ে তিনজনকে হত্যার ঘটনা ঘটল সেখানে।

ভারতের পুলিশ বলছে, কাশ্মীর থেকে গাড়িতে করে বিভিন্ন ফলবাহী ট্রাক লক্ষ্য করে দিন দিন এসব হত্যাকাণ্ডের সংখ্যা বেড়েই চলেছে। কারা এসব করছে তা এখনো স্পষ্টভাবে চিহ্নিত করা যায়নি। গতকালও একজন শ্রমিক এবং রাজস্থান থেকে আসা এক ব্যক্তিকে হত্যা করেছে সন্ত্রাসীরা।

মূলত কাশ্মীরের বাইরে থেকে আসা শ্রমিকদের টার্গেট করেই এসব হামলা চালানো হচ্ছে। উপত্যকার ব্যবসা-বাণিজ্য অচল ও মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেয়ার উদ্দেশ্যেই এসব হত্যাকাণ্ড বলে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে।

জনপ্রিয়

পলাশবাড়ীতে শহীদ জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী পালিত

দুই ট্রাক চালককে গুলি করে হত্যা করেছে কাশ্মীরে

প্রকাশের সময়: ১১:৪৭:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০১৯

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে ট্রাকের দুই চালককে গুলি করে হত্যার পর তাদের গাড়িতে অগ্নিসংযোগ করা হয়। জানা গেছে, আপেল বোঝাই ট্রাক নিয়ে যাওয়ার সময় বৃহস্পতিবার সন্ধ্যায় তাদেরকে গুলি করে হত্যা করা হয়। হামলার ঘটনায় আরেক ট্রাক চালক আহত হয়েছেন।

সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে সোপিয়ান জেলায় এক আপেল ব্যবসায়ীকে গুলি করে হত্যা করা হয়। এ নিয়ে তিনজনকে হত্যার ঘটনা ঘটল সেখানে।

ভারতের পুলিশ বলছে, কাশ্মীর থেকে গাড়িতে করে বিভিন্ন ফলবাহী ট্রাক লক্ষ্য করে দিন দিন এসব হত্যাকাণ্ডের সংখ্যা বেড়েই চলেছে। কারা এসব করছে তা এখনো স্পষ্টভাবে চিহ্নিত করা যায়নি। গতকালও একজন শ্রমিক এবং রাজস্থান থেকে আসা এক ব্যক্তিকে হত্যা করেছে সন্ত্রাসীরা।

মূলত কাশ্মীরের বাইরে থেকে আসা শ্রমিকদের টার্গেট করেই এসব হামলা চালানো হচ্ছে। উপত্যকার ব্যবসা-বাণিজ্য অচল ও মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেয়ার উদ্দেশ্যেই এসব হত্যাকাণ্ড বলে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে।