আজ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং

ছিনতাইকারীর ছুরিকাঘাতে রংপুরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী আহত

রংপুর প্রতিনিধি:  রংপুরে আলাদা দুটি ছিনতাইয়ের ঘটনায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষকসহ এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। তাদের চিকিৎসা দেয়া হচ্ছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে।

আহতরা জানিয়েছেন, বৃহস্পতিবার মধ্যে রাতে বিশ্ববিদ্যালয়ের জেন্ডার অ্যান্ড স্টাডিজ বিভাগের দশম ব্যাচের শিক্ষার্থী পরাগ মাহমুদ মেসে ফেরার সময় স্থানীয় পার্কের মোড়ে ৮ জনের একটি ছিনতাইকারী দল তার পথরোধ করে সবকিছু কেড়ে নেয়। এসময় বাঁধা দিলে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে পালিয়ে যায় তারা।

এছাড়া বৃহস্পতিবার ভোরে ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষক মনিরুজ্জামান মর্নিংওয়ার্ক করতে ক্যাম্পাসে যাওয়ার সময় নগরির লালবাগ এলাকায় ছিনতাইকারীর কবলে পরেন। তার কাছে থাকা মোবাইল ফোন ও টাকা কেড়ে নেয়। বাধা দিলে তাকেও কুপিয়ে আহত করে পালিয়ে যায় ছিনতাইকারীরা।ঘটনার পর স্থানীয়রা তাদের দু’জনকে উদ্ধার করে হাসপাতালে ভির্তি করান।

মহানগর তাজহাট থানার ওসি আখতারুজ্জান জানিয়েছেন, বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে। অপরাধীদের দ্রুত সময়ে আইনের আওতায় আনা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...