আজ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং

জাপানে গেলেন প্রবাসী কল্যাণমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ অর্থনৈতিক ও মানবসম্পদ উন্নয়নবিষয়ক একটি সেমিনারে যোগ দিতে চার দিনের সরকারি সফরে মঙ্গলবার জাপানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।

জাপানের ইন্টারন্যাশনাল ম্যানপাওয়ার ডেভেলপমেন্টের (আইএম) আয়োজনে সেমিনারটি আগামী ১০ অক্টোবর টোকিওর গ্র্যান্ড প্রিন্স হোটেলে অনুষ্ঠিত হবে। সরকারি তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়েছে।

মন্ত্রী ইমরান আহমদ এ সফরে জাপানের মিনিস্ট্রি অব জাস্টিসের মন্ত্রী কাৎসুইউকি কাওয়াই; স্বাস্থ্য, শ্রম ও কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসাসি ইনাদু; ভূমি, অবকাঠামো ও পর্যটন প্রতিমন্ত্রী নোবুহিদে মিনোরিকাওয়া এবং জাইকার ভাইস প্রেসিডেন্ট কাজুহিকো কোশিকাওয়ার সঙ্গে বৈঠক করবেন।

এ ছাড়া তিনি জাপানের বিভিন্ন শিল্প, কারখানা এবং প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করবেন। আগামী রোববার সকালে মন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...