আজ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৪ ইং

যৌন নির্যাতন ও হত্যা বন্ধ এবং সকল প্রবাসী শ্রমিকের মর্যাদা প্রদানের দাবিতে বিক্ষোভ মিছিল সমাবেশ

 

গাইবান্ধা প্রতিনিধি

সৌদি আরবে নারী গৃহ শ্রমিকের উপর নির্যাতন, যৌন নির্যাতন ও হত্যা বন্ধ এবং সকল প্রবাসী শ্রমিকের মর্যাদা প্রদানের দাবিতে আজ শনিবার বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে জেলা শহরে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিল শেষে শহরের আসাদুজ্জামান মার্কেটের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি অধ্যাপক রোকেয়া খাতুনের সভাপতিত্বে সংহতি জানিয়ে সমাবেশে বক্তব্য রাখেন রাষ্ট্রচিন্তার সদস্য অধ্যাপক চিনু কবির, নারী মুক্তি কেন্দ্রের জেলা সাধারণ সম্পাদক নিলুফার ইয়াসমিন শিল্পী, সদস্য মিনা আকতার প্রমুখ। বক্তারা বলেন সৌদি আরবে নারী গৃহ শ্রমিকের উপর নির্যাতন, যৌন নির্যাতন ও হত্যা বন্ধ এবং সকল প্রবাসী শ্রমিকের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত, গৃহ শ্রমিকের নামে সৌদি আরবে দেহ ব্যবসায় বাধ্য করানো বন্ধ এবং নারী-শিশু নির্যাতন হত্যা বন্ধে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানান।

 

সেইসাথে মোবাইল ফোনে নোংরা ওয়েবসাইট বন্ধ, মাদক জুয়া ও ক্যাসিনোর নামে জুয়া বন্ধ এবং গাইবান্ধার চাঞ্চল্যকর তৃষা হত্যা কুখ্যাত আসামি মেহেদী হাসান মর্ডাণ কর্তৃক পুনরায় ৬ষ্ঠ শ্রেণির স্কুল ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদ ও সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানান।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...