আজ ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৪ ইং

‘নিহতদের পরিবারকে ১ লাখ টাকা করে দেওয়া হবে’রেলমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী আন্তঃনগর তূর্ণা নিশীথা ও আন্তঃনগর উদয়ন এক্সপ্রেস ট্রেনের মধ্যে সংঘর্ষের ঘটনায় নিহতদের পরিবারকে এক লাখ টাকা করে দেওয়া হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।

মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে ট্রেন দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে এ ঘোষণা দেন তিনি। নূরুল ইসলাম সুজন জানান, দুর্ঘটনায় আহতদের চিকিৎসার বিষয়ে খোঁজ-খবর নেওয়া হচ্ছে। কেন এ দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে।

তিনি জানান, দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে ইতোমধ‌্যে তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব‌্যবস্থা নেওয়া হবে। গতকাল সোমবার (১১ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে কসবা উপজেলার মন্দবাগ নামক স্থানে তুর্ণা নিশীথা ও উদয়ন এক্সপ্রেস ট্রেনের মধ্যে সংঘর্ষ হয়। এতে ১৬ জন নিহত হয়েছে। আহত হয়েছেন শতাধিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...