আজ ৪ঠা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই এপ্রিল, ২০২৪ ইং

বাংলাদেশি বংশোদ্ভূত তিন ব্রিটিশ এমপিই ব্রেক্সিট-বিরোধী কার্যক্রমের অঙ্গীকারনামায় স্বাক্ষর করলেন

যুক্তরাজ্যকে ইউরোপীয় ইউনিয়ন ত্যাগে বাধা দেওয়ায় ভূমিকা রাখতে বাংলাদেশি বংশোদ্ভূত তিন ব্রিটিশ এমপিই ব্রেক্সিট-বিরোধী একটি কার্যক্রমের অঙ্গীকারনামায় স্বাক্ষর করেছেন। ১২ ডিসেম্বর আসন্ন নির্বাচনকে সামনে রেখে এমন একটি অঙ্গীকার নামায় স্বাক্ষর করলেন তারা।

আগে থেকেই চুক্তিবিহীন ব্রেক্সিটের বিরোধিতায় সরব রয়েছেন লেবার পার্টির এই এমপিরা। তৃতীয় বারের মতো এবারো উত্তর লন্ডনের হ্যাম্পস্টিড ও কিলবার্ন থেকে দাঁড়াচ্ছেন বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দীকি। রুপা হক দাঁড়াচ্ছেন ইলিং ও সেন্ট্রাল অ্যাকশন থেকে। আর রুশনারা আলি দাঁড়াচ্ছেন বেথনাল গ্রিন ও বাউ থেকে।

লেবার পার্টির ১০০ জনেরও বেশি প্রার্থী ‘রিমেইন লেবার ক্যাম্পেইন প্লেজ’ নামের এই কার্যক্রমে স্বাক্ষর করেছে। বাংলাদেশি বংশোদ্ভূত তিন এমপি বলেন, ‘লেবার পার্টি আবার গণভোট আয়োজনে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা চাই আপনারা আপনাদের চূড়ান্ত রায় দেওয়ার সুযোগ পান। আমরা পুনরায় এমপি নির্বাচিত হলে, ইইউয়ে থাকার চেষ্টা করবো।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...