আজ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ ইং

পরিবহন শ্রমিকরা ধর্মঘট স্থগিত করেন

নতুন সড়ক পরিবহন আইন সংশোধনসহ কয়েকটি দাবিতে পরিবহন শ্রমিকদের ডাকা ধর্মঘট স্থগিত হয়েছে। এতে সড়কে ফের যান চলাচল শুরু হয়েছে। নারায়ণগঞ্জে আজ  বুধবার (২০ নভেম্বর) দুপুর ২টার দিকে আন্দোলনরত শ্রমিকরা হঠাৎ ধর্মঘট স্থগিত করেন।

ধর্মঘট স্থগিতের পরপরই ঢাকা-নারায়ণগঞ্জ, ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গণপরিবহনসহ সব ধরনের যান চলাচল শুরু করে।

নারায়ণগঞ্জ জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক মো. মোল্লা তাসনিম হোসেন বলেন, কয়েক দফায় বুঝানোর পর শ্রমিকরা আন্দোলন স্থগিত করেছেন। তারা রাস্তায় এলোপাতাড়ি ফেলে রাখা গাড়ি নিয়ে সরিয়ে নিয়েছেন। ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হচ্ছে। ঢাকা-নারায়ণগঞ্জ, ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ক্রমেই বিভিন্ন পরিবহনের সংখ্যা বাড়ছে।

এর আগে পরিবহন শ্রমিকরা নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল, সাইনবোর্ড, কাঁচপুরসহ ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের বিভিন্ন এলাকায় অবস্থান নেন। তারা রাস্তায় গাড়ি এলোপাতাড়ি ফেলে রেখে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...