আজ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ ইং

দুর্নীতির তিনটি মামলায় অভিযুক্ত হলেন ইসরাইলের প্রধান মন্ত্রী

আজ শুক্রবার বিবিসির এক প্রতিবেদনে জানা যায়। দুর্নীতির অভিযোগে তিনটি মামলায় অভিযুক্ত হলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু।

প্রতিবেদনে বলা হয়, পৃথক তিন মামলায় তাকে অভিযুক্ত করেছেন দেশটির অ্যাটর্নি জেনারেল আভিচাই ম্যানডেলব্লিৎ। ঘুষ, প্রতারণা ও বিশ্বাস ভঙ্গের অভিযোগে তার বিরুদ্ধে পৃথক এ তিনটি মামলা দায়ের করা হয়।

ইসরায়েলের অ্যাটর্নি জেনারেল আভিচাই ম্যানডেলব্লিৎ গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে এসব কথা জানান।

নেতানিয়াহুর বিরুদ্ধে অভিযোগ, ধনাঢ্য ব্যবসায়ীদের কাছ থেকে তিনি উপহার নিয়েছেন। গণমাধ্যমের কাছ থেকে ইতিবাচক প্রচার পেতে অবৈধভাবে রাষ্ট্রীয় সুবিধা নেওয়ারও অভিযোগ করেছেন আভিচাই।

নেতানিয়াহু অবশ্য তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন,  এসবের মধ্য দিয়ে তার বিরুদ্ধে ষড়যন্ত্র ও অভ্যুত্থানের চেষ্টা করা হচ্ছে।

উল্লেখ্য নেতানিয়াহুই ইসরায়েলের প্রথম প্রধানমন্ত্রী, ক্ষমতায় থাকা অবস্থায় যার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...