আজ ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে জুলাই, ২০২৪ ইং

অগ্নি দুর্ঘটনার উদ্ধারকাজে ফায়ার সার্ভিসকে ৩টি জাম্বু কুশন দিলেন প্রধানমন্ত্রী

অগ্নি দুর্ঘটনায় উদ্ধারকাজে ব্যবহারের জন্য তিনটি অত্যাধুনিক জাম্বু কুশন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ রোববার (২৪ নভেম্বর) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইনের কাছে জাম্বু কুশনগুলো আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন প্রধানমন্ত্রী। এসময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল উপস্থিত ছিলেন।

অগ্নি দুর্ঘটনার সময় উদ্ধার কাজে ব্যবহারের জন্য অত্যাধুনিক এই জাম্বু কুশনগুলো জার্মানি থেকে আমদানি করা হয়েছে।

প্রতিটি ৫০ দশমিক ৬৩ ঘনমিটার আকৃতির জাম্বু কুশন এক মিনিটের মধ্যেই ব্যবহার উপযোগী করা যাবে। জাম্বু কুশনগুলো ফাইবার গ্লাস দিয়ে তৈরি এবং বিদ্যুৎ অপরিবাহী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...