বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

আগুনে পুড়লো কাপড়ের ৩৫ দোকান

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: ১০:৩০:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০১৯
  • ২০২ বার পড়া হয়েছে

খুলনা মহানগরের ফেরিঘাট মোড়ের একটি মার্কেটে অগ্নিকান্ডে পুড়ে গেছে পুরনো কাপড়ের ছোট-বড় ৩৫টি কাপড়ের দোকান।তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি  আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) ভোর ৬টার দিকে আগুনের সূত্রপাত হলে খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ছুটে এসে আধঘণ্টা চেষ্টা চালিয়ে তা নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ইকবাল বাহার বুলবুল বাংলানিউজকে জানান, ভোর সাড়ে ৬টার দিকে তারা ফেরিঘাট মোড়ের পুরনো কাপড়ের দোকানে আগুন লাগার খবর জানতে পারেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের বয়রা ও টুটপাড়া স্টেশন থেকে আটটি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। তারা আধঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ৩৫টি দোকান পুড়ে গেছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো জানা যায়নি।

ত্যক্ষদর্শীরা জানান, প্রথমে মার্কেটের শীত পোশাকের দোকানে আগুনের ধোঁয়া দেখা যায়। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে পুরো মার্কেটে। খুলনা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) ইকবাল বাংলানিউজকে জানান, পুরানো কাপড়ের এই মার্কেটের প্রায় ৩০-৩৫টি দোকানই পুড়ে গেছে।

জনপ্রিয়

স্বপ্ন পুরন হতে চলেছে হার না মানা শিক্ষার্থী নাফিসের

আগুনে পুড়লো কাপড়ের ৩৫ দোকান

প্রকাশের সময়: ১০:৩০:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০১৯

খুলনা মহানগরের ফেরিঘাট মোড়ের একটি মার্কেটে অগ্নিকান্ডে পুড়ে গেছে পুরনো কাপড়ের ছোট-বড় ৩৫টি কাপড়ের দোকান।তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি  আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) ভোর ৬টার দিকে আগুনের সূত্রপাত হলে খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ছুটে এসে আধঘণ্টা চেষ্টা চালিয়ে তা নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ইকবাল বাহার বুলবুল বাংলানিউজকে জানান, ভোর সাড়ে ৬টার দিকে তারা ফেরিঘাট মোড়ের পুরনো কাপড়ের দোকানে আগুন লাগার খবর জানতে পারেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের বয়রা ও টুটপাড়া স্টেশন থেকে আটটি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। তারা আধঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ৩৫টি দোকান পুড়ে গেছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো জানা যায়নি।

ত্যক্ষদর্শীরা জানান, প্রথমে মার্কেটের শীত পোশাকের দোকানে আগুনের ধোঁয়া দেখা যায়। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে পুরো মার্কেটে। খুলনা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) ইকবাল বাংলানিউজকে জানান, পুরানো কাপড়ের এই মার্কেটের প্রায় ৩০-৩৫টি দোকানই পুড়ে গেছে।