আজ ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে জুলাই, ২০২৪ ইং

ইজতেমা কমিটি ও প্রশাসনের পক্ষ থেকে মাঠ তৈরিতে শামিল দূরদূরান্তের স্বেচ্ছাসেবী

তাবলিগ জামাতের বৃহৎ সমাবেশ বিশ্ব ইজতেমার প্রথম পর্ব গাজীপুরের টঙ্গী তুরাগ তীরে শুরু হচ্ছে ১০ জানুয়ারি। এবারের আয়োজন সফল ও সার্থক করার জন্য ইজতেমা কমিটি ও প্রশাসনের পক্ষ থেকে মাঠ প্রস্তুতির কাজ এক মাস ধরে জোর কদমে এগিয়ে চলছে।

বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) গতকাল বুধবার দুপুরে এই সব কথা জানান প্রথম পর্ব বাস্তবায়নের কর্মী ইজতেমার মুরুব্বি মো. মামুনুর রশীদ।

শত শত স্বেচ্ছাসেবী প্রতিদিন সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত এই কাজ করে যাচ্ছেন। মাঠে বাঁশের খুঁটি সারিবদ্ধভাবে লাগানো, কাঁচা টয়লেট নির্মাণ, গ্যাস, পানি, বিদ্যুৎ, রাস্তা সংস্কারসহ সার্বিক উন্নয়নের কাজ চলছে।

বিভিন্ন এলাকা থেকে আসা শিক্ষক-ছাত্র, পেশাজীবীসহ সাধারণ মানুষ দূরদূরান্ত থেকে এসে মাঠের নির্মাণকাজে অংশ নিয়েছেন। সম্পূর্ণ বিনাশ্রমে তারা সকাল থেকে বিকেল পর্যন্ত মাঠে কাজ করছেন।

নির্মাণকাজে অংশ নেওয়া টঙ্গীর বাসিন্দা ব্যবসায়ী মো. শাহ আলম জানান, প্রায় ২০ বছর ধরে ইজতেমা মাঠে কাজ করে আসছি। এখানে কাজ করতে আমার খুব ভালো লাগে এবং মনে আনন্দ পাই। আমি যত দিন বাঁচবো তত দিন আল্লাহ’র রাস্তায় ইজতেমা ময়দানে কাজ করে যাবো।

৪  নভেম্বর মাঠ প্রস্তুতি আনুষ্ঠানিকভাবে শুরু হয়। গাজীপুর-২ আসনের এমপি এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করেছেন।

প্রথম পর্বের তিন দিন ব্যাপী বিশ্ব ইজতেমা ১০-১২ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এরপর চার দিন বিরতি দিয়ে ১৭-১৯ জানুয়ারি দ্বিতীয় পর্বের ইজতেমা অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...