আজ ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৪ ইং

জামালপুরে দেওয়ানগঞ্জে ২৮তম আন্তর্জাতিক প্রতিবন্ধি দিবস পালিত

অভিগামি আগামীর পথে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলায় ২৮তম আর্ন্তজাতিক প্রতিবন্ধি দিবস পালিত হয়েছে। আর্ন্তজাতিক প্রতিবন্ধি দিবস উপলক্ষে দেওয়ানগঞ্জ উপজেলা প্রশাসন ও দেওয়ানগঞ্জ সমাজ সেবা কার্যালয় এর আয়োজনে এক বর্ণাঢ্য র‌্যালির বের হয়।

র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে অংশ গ্রহণ করেন দেওয়ানগঞ্জ বিশেষ শিক্ষা বিদ্যালয় (প্রতিবন্ধি) সহ অন্যান্য প্রতিবন্ধি বিদ্যালয় ও প্রতিবন্ধি সংগঠন। র‌্যালি শেষে দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়ার সভাপতিত্বে দেওয়ানগঞ্জ বিশেষ শিক্ষা বিদ্যালয় (প্রতিবন্ধি) প্রাঙ্গনে অভিভাবক সমাবেশে, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক মো: সাইফুল ইসলাম এর সঞ্চলনায় অভিভাবক সমাবেশ ও আলোচনা সভায় বক্তব্য দেন, উপজেলা ভাইস চেয়ারম্যান দেওয়ান মো: ইমরান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সৈয়দ আবু আহাম্মদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আজাদুর রহমান ভূঁইয়া, দেওয়ানগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমএম ময়নুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আফতাব উদ্দিন, দেওয়ানগঞ্জ এ.কে.এম ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ বাবু নারায় চন্দ্র সাহা, সাবেক কমিশনার ও সাংসদ আবুল কালাম আজাদের পিও মোঃ মোস্তাফিজুর রহমান (চাঁন)।

পরে সাংস্কৃকিত অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন বিদ্যালয়ের দৃষ্টি প্রতিবন্ধি মীম, আবুল কালাম, নৃত্য পরিবেশন করেন নুপুর, বিপ্লব, রাজমনি ও আয়শাসহ অনেকেই। সুরাঙ্গন সাংস্কৃতিক সংগঠনের নাট্য কর্মীরা একটি নাটিকা পরিবেশন করেন। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক মোঃ ফিরুজ মিয়া, মোছাঃ মিশু আক্তারসহ সকল শিক্ষকবৃন্দ। অন্যদিকে, রামপুরা বিশেষ বিদ্যালয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান সোলায়মান হোসেন সোলাই।

বিশেষ অতিথি ছিলেন, পৌর মেয়র শাহনেওয়াজ শাহানশাহ্, উপজেলা সমাজ সেবা অফিসার স্বর্না সাহা। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, রামপুরা বিশেষ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রওশন আরা। আরো উপস্থিত ছিলেন, মোঃ সাইদুর রহমান, মোঃ লিটন সহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। আলোচনা অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে অতিথি শিল্পি সহ বিদ্যালয়ের শিক্ষার্থী বৃন্দ অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...