
নিজস্ব প্রতিবেদক: গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার বন্যাদুর্গত এলাকার ছয়টি ইউনিয়নে তিন হাজার ছয়শত গর্ভবতী নারীকে এক হাজার সাতশত টাকা করে চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে ।
গতকাল ৫ ডিসেম্বর বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এ সহায়তা প্রদান করা হয়। দিনাজপুরের পার্বতীপুর ল্যাম্ব হাসপাতালের বাস্তবায়নে ইউ,এন, এফপি সহযোগিতায় আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- গাইবান্ধা সিভিল সার্জন ডাঃ এ,বি,এম আবু হানিফ, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আরিফুজ্জামান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন,সাঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবীর, মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার, ল্যাম্প হাসপাতাল ম্যানেজার মাহাতাব উদ্দিন লিটন, আর,এম,ও ডা. অশোক মওলা প্রমূখ।