নিজস্ব প্রতিবেদক: র্যালী, আলোচনাসভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে নওগাঁয় আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে জেলা প্রশাসন এবং জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে আজ সোমবার সকাল ৯টায় মুক্তিযোদ্ধা সংসদ চত্তর, পুরাতন কালেক্টরেট ভবন থেকে একটি র্যালী বের করা হয়। জেলা প্রশাসক মোঃ হারুন-অর-রশীদের নেতৃত্বে র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় সেখানে এসে শেষ হয়।
পরে সেখানে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুস সালামের সভাপতিত্বে আলোচনসভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ হারুন-অর-রশীদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব উত্তম কুমার রায়, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আই সি টি মোঃ কামরুজ্জামান, জেল সুপার শাহ আলম খান এবং জেলা মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক এ কে এম দিদারুল আলম, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক মোঃ কায়েস উদ্দিন এবং তপোবন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আতিকুর রহমান বাদল প্রমুখ।
আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস উপলক্ষে নওগাঁ কে ডি সরকারী উচ্চ বিদ্যালয়, বিয়াম ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ এবং সীমান্ত পাবলিক উচ্চ বিদ্যালয়ে আয়োজিত পৃথক পৃথক রচনা প্রতিযোগতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়।
দপ্তরকে দুর্নীতিমুক্ত রাখার প্রচেষ্টার স্বীকৃতি স্বরুপ এ বছর নওগাঁ’র অতিরিক্ত জেলা প্রশাসক উত্তম কুমার রায়কে সন্মাননা স্মারক প্রদান করা হয়। পরে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য রং একামেডীর শিল্পীরা নৃত্য পরিবেশন করেন।