দিনাজপুরের নবাবগঞ্জে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক এমপি।
এসময় উপজেলা নির্বাহী অফিসার মশিউর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য শিবলী সাদিক। এছাড়াও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আল-মামুন, থানার অফিসার ইনচার্জ (ওসি) অশোক কুমার চৌহান প্রমূখ।
আলোচনা সভা শেষে ২৭৫ জন শিক্ষার্থী ও ২৬ জন প্রতিবন্ধীদের মাঝে এ ব্যাগ ও হুইল চেয়ার বিতরণ করা হয় ।