আজ ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে জুলাই, ২০২৪ ইং

শিপুল জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত

গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার গলাকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল হুদা শিপুল জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন। জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০১৯-এ শ্রেষ্ঠ প্রধান শিক্ষক ক্যাটাগরিতে জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত হন তিনি। গাইবান্ধা জেলা প্রশাসক আব্দুল মতিন স্বাক্ষরিত এক পত্র মারফত বুধবার (১১ ডিসেম্বর) ফুলছড়ি উপজেলা শিক্ষা অফিসার কফিল উদ্দিন সরকার  নুরুল হুদা শিপুলকে জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
উল্লেখ্য, নুরুল হুদা শিপুল ২০০০ সালে ধলিপাটা ধোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারি শিক্ষক হিসেবে যোগদানের পর ২০১০ সালে গজারিয়া ইউনিয়নের কাতলামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন। এই স্কুলে সাত বছর শিক্ষকতা করার পর বদলি নিয়ে গলাকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেন।
শিক্ষার মানোন্নয়ন ও বিদ্যালয়ে সুষ্ঠু শিক্ষাব্যবস্থা, শিক্ষার্থীদের নৈতিকতা শিক্ষায় নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন নুরুল হুদা। শিক্ষার্থীদের ভালো ফলাফল, শিক্ষার্থীদের সংখ্যা বৃদ্ধি, শতভাগ স্কুল ড্রেস, ক্লাসের সকল শিক্ষার্থীদের একই রকম সুন্দর হাতের লেখা,  বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণে উজ্জীবিত করা সহ বিভিন্ন সাফল্য অর্জন করেন তিনি।
এর আগে তিনি অনেক বার সরকারি ও বিভিন্ন বেসরকারি সংস্থা থেকে শ্রেষ্ঠত্বের পুরস্কার অর্জন করেন।
তার এ সুনাম ধরে রাখতে ও বিদ্যালয়ের ভালো ফলাফলের জন্য বিদ্যালয় পরিচালনা পরিষদ, অভিভাবক সমাজ, শিক্ষক-শিক্ষার্থীদের কৃতজ্ঞ ও আন্তরিক অভিনন্দন জানিয়েছেন নুরুল হুদা শিপুল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...