আজ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং

১৬তম আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে (আইজেএসও) বাংলাদেশ ৪টি রৌপ্য ও ২টি ব্রোঞ্জ পদক

১৬তম আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে (আইজেএসও) বাংলাদেশ ৪টি রৌপ্য ও ২টি ব্রোঞ্জ পদক অর্জন করেছে। গাইবান্ধার পলাশবাড়ী পৌরশহরে অভিজাত শিক্ষাপ্রতিষ্ঠান গ্রীন ফিল্ড ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের মেধাবী শিক্ষার্থী আনাম পেয়েছেন বিশেষ সাফল্য। বিশ্বের ৭০টি দেশের প্রতিনিধির অংশগ্রহণে অনুর্ধ্ব-১৬ বয়সিদের আন্তর্জাতিক এই অলিম্পিয়াডটি কাতারের রাজধানী দোহায় ৩-১১ ডিসেম্বর অনুষ্ঠিত হয়।

এতে ৬ সদস্যের বাংলাদেশ দল অংশ নেয়। টীমের সবাই পদক জয়ের উজ্জল গৌরব অর্জন করেছেন। শেষদিন ১১ ডিসেম্বর দুপুরে দোহায় কাতার ন্যাশনাল কনভেনশন সেন্টারে এক জমকালো অনুষ্ঠানের মধ্যদিয়ে বিজয়ীদের হাতে পদক তুলে দেয়া হয়।

বাংলাদেশের পক্ষে রৌপ্য পদক জয় করেন বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের অভিষেক মজুমদার সন্তু, বরিশাল ক্যাডেট কলেজের মুহতাসিন আল ক্বাফি, মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজের কাজী তাসফিয়া জাহিন, ব্লু-বার্ড স্কুল এন্ড কলেজের জাকিয়া তাজনূর চৌধুরী দিয়া। এছাড়া ব্রোঞ্জপদক জয় করেছেন ময়মনসিংহ জিলা স্কুলের জুহায়ের মাহদিউল আলম আশফি এবং গাইবান্ধার গ্রীন ফিল্ড ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী আহমেদ আল-জুবায়ের আনাম। উল্লেখ্য; পলাশবাড়ী পৌর শহরের নুনিয়াগাড়ীর (প্রফেসর পাড়া) বাসিন্দা ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ এম.এম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের বিএসসি শিক্ষক রেজাউল করিম বাবলু এবং শহরের বাড়াইপাড়া ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবিদা সুলতানা দম্পতির ২ ছেলের মধ্যে আনাম বড়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...